ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

বিশ্বকাপ মিশন শুরুর আগে কী বললেন মাশরাফি?

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, জুন ২, ২০১৯
বিশ্বকাপ মিশন শুরুর আগে কী বললেন মাশরাফি? মাশরাফি। ফাইল ছবি: শোয়েব মিথুন

দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের প্রতি সমর্থকদের যতটা প্রত্যাশা ছিলো ত্রিদেশীয় সিরিজ জয় সেই প্রত্যাশার পারদ বাড়িয়ে দিয়েছে আরও বেশ খানিকটা। ২০১৫ বিশ্বকাপে সেমিফাইনালকে এবার আরও বেশি ছাড়িয়ে যাবে এমনটাই আশা নিয়ে বসে আছে কোটি সমর্থক।  

ভক্ত-সমর্থকদের এমন প্রত্যাশা যেনো দলের উপর বাড়তি চাপ সৃষ্টি না করে সেদিকে সজাগ দৃষ্টি রেখেছেন দলীয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রোববার (০২ জুন) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরুর আগে সংবাদ সম্মেলনেও বারবার সেই চাপের প্রসঙ্গই উঠে আসলো।

তবে মাশরাফি কোনো কিছু নিয়েই বেশি বাড়াবাড়ি চাইছেন না।

ভক্ত-সমর্থক এবং নিজ দলের ক্রিকেটারদেরকে উদ্দেশে বলেন, ‘আমাদের সর্বোচ্চ প্রস্তুতি যেটা নেওয়ার ছিল আমরা নিয়েছি। হয়তো ইনজুরি নিয়ে কিছুটা সমস্যা আছে। আশা করি তারা পুরোপুরি সুস্থ হয়ে পুরো টুর্নামেন্ট খেলতে পারবে। আমাদের কিছু মূল খেলোয়াড়ের ছোট-খাটো চোট আছে। এগুলো নিয়েই খেলতে হয়। আমাদের অনেকেই চিন্তা করছে, আমরা বিশ্বকাপ জিতে গেছি, সেমিফাইনাল খেলছি- এগুলো চিন্তা করা একেবারেই অপ্রয়োজনীয়। কোনো জায়গা থেকেই আমরা ফেভারিট না। উইকেট বলেন যাই বলেন। এমনকি কালকের (আজকে) ম্যাচও দক্ষিণ আফ্রিকা ফেভারিট হিসেবে খেলবে। ’

তবে নিজের দলের শক্তি ও সামর্থের ওপর আস্থা আছে অধিনায়কের। বলেন, ‘এমন নয় যে আমরা ছেড়ে কথা বলবো। ওখানে আমাদের সেরাটা খেলবো। আমরা প্রস্তুতি নিয়েছি। অবশ্যই চাইবো জিততে। ভাবছি না, আমরা ম্যাচটা হেরে যাবো। কিন্তু হাইপের কথা বললে, অনেকেই মনে করে ওখানে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো। যারা ক্রিকেট বিশ্লেষণ করছে, তারা আমাদের পিছিয়ে রাখছে, কিন্তু আমরা যুদ্ধ করছি। আমাদের খেলোয়াড়দের জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমরা কিভাবে সফল হয়েছি- সেই বিষয়গুলো মাথায় রেখেই খেলতে হবে। ’

বিশ্বকাপের প্রথম ম্যাচে বেশি চিন্তা ভাবনা না করে নিজেদের স্বাভাবিক খেলার প্রতিই জোর দিলেন মাশরাফি। বলেন, ‘এটা আমাদের জন্য এটা সাধারণ একটা ম্যাচ, এমন হিসেবেই আমরা খেলতে নামব। আমাদের খেলোয়াড়দের এভাবেই বিষয়গুলো দেখতে হবে। মাঠে যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে। প্রত্যাশার কথা শুনে যদি আমরা মাঠে ঢুকি, তাহলে আমাদের উপর চাপ পড়বে। ’

‘ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দক্ষিণ আফ্রিকা নিজেদের কোন অবস্থান রেখেছিল এটা একটা ভাবনার বিষয়। ইংল্যান্ডের সবাই ফেভারিট ধরেই ম্যাচ খেলতে নামবে। আমাদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ২ পয়েন্ট হিসেব করে আগাবে। আমরা যেমন চিন্তা করছি, আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। হয়তো ওদের কিছুটা চাপ থাকবে, এটা খুব স্বাভাবিক। সেক্ষেত্রে আমাদের জন্য কিছুটা সুবিধা। ইংল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকার হার গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে আসল কাজ মনে হয় পরিকল্পনাগুলো সঠিক ও যথাযথভাবে মাঠে বাস্তবায়ন করা। ’

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, জুন ০২, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ