ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

রাজকীয় প্রত্যাবর্তনে আনন্দিত ওয়ার্নার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৬, জুন ২, ২০১৯
রাজকীয় প্রত্যাবর্তনে আনন্দিত ওয়ার্নার রাজকীয় বেশে মাঠ ছাড়ছেন ডেভিড ওয়ার্নার-সংগৃহীত

দীর্ঘ ১২ মাস। জীবনের ওপর ঝড় বইয়ে গেছে ডেভিড ওয়ার্নারের। সইতে হয়েছে সমালোচকদের বিষ বাক্যের তীর। এমনকি শুনতে হয়েছে পরিচিত দর্শকরা ‘দুয়ো’। কিন্তু এক বছরের নিষেধাজ্ঞা কাটতেই ফিরলেন রাজকীয় বেশে। তাও আবার বিশ্বকাপের মঞ্চে। 

শনিবার (০১ জুন) ব্রিস্টলে, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ফিরেই ফিফটি করেছেন ওয়ার্নার। তার অপরাজিত ৮৯ রানের সুবাদে জয় দিয়ে মিশন শুরু করেছে অজিরা।

হয়েছেন ‘ম্যান অব দ্য ম্যাচ’ও।  

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে প্রত্যাবর্তনেই অনবদ্য ইনিংস খেলে হাসি মুখে সংবাদ সম্মেলনে এলেন ওয়ার্নার। সাবেক অজি সহ-অধিনায়ক বলেন, ‘ফিরতে পেরে ভাল লাগছে। অনবদ্য জয় এবং চমৎকার শুরু আমাদের জন্য। আগের মতো মানসিক শক্তি ফিরে পাচ্ছি এবং অনুশীলনে সময় দিচ্ছি। ফিঞ্চি (অ্যারন ফিঞ্চ) যখন ব্যাটিং শুরু করল তখন আমি চাপ মুক্ত অবস্থায় ছিলাম। ’ 

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার সময় ওয়ার্নার বলেন, ‘স্নায়ু ধরে রেখে খেলাটা আমাদের ব্যাটসম্যানদের জন্য ভাল হবে। এই দলটি গত আসরের (২০১৫ বিশ্বকাপ) চেয়ে আলাদা। তবে দলটির দুর্দান্ত শক্তি এবং ধারণা রয়েছে। ’ 

সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান অধিনায়ক ফিঞ্চও একই কথা শুনিয়েছেন। নিজেও ঝড়ো ইনিংস দিয়ে শুরুটা করে দিয়েছেন। তবে ওয়ার্নারের ব্যাটিংটাকেই গুরত্ব দিলেন তিনি, ‘ওয়ার্নার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। প্রথম দিকে বল বুঝতে তার কিছুটা যুদ্ধ করতে হয়েছে। কিন্তু সে সেরাদের একজন। নিজের কাজটি ভালভাবে করেছে এবং দলকে জয় এনে দিয়েছে। ’

অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচ খেলবে ০৬ জুন, ট্রেন্ট ব্রিজে। প্রতিপক্ষ ওয়েস্ট  ইন্ডিজ।

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘন্টা, জুন ০২, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ