শনিবার (০১ জুন) ব্রিস্টলে, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ফিরেই ফিফটি করেছেন ওয়ার্নার। তার অপরাজিত ৮৯ রানের সুবাদে জয় দিয়ে মিশন শুরু করেছে অজিরা।
এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে প্রত্যাবর্তনেই অনবদ্য ইনিংস খেলে হাসি মুখে সংবাদ সম্মেলনে এলেন ওয়ার্নার। সাবেক অজি সহ-অধিনায়ক বলেন, ‘ফিরতে পেরে ভাল লাগছে। অনবদ্য জয় এবং চমৎকার শুরু আমাদের জন্য। আগের মতো মানসিক শক্তি ফিরে পাচ্ছি এবং অনুশীলনে সময় দিচ্ছি। ফিঞ্চি (অ্যারন ফিঞ্চ) যখন ব্যাটিং শুরু করল তখন আমি চাপ মুক্ত অবস্থায় ছিলাম। ’
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার সময় ওয়ার্নার বলেন, ‘স্নায়ু ধরে রেখে খেলাটা আমাদের ব্যাটসম্যানদের জন্য ভাল হবে। এই দলটি গত আসরের (২০১৫ বিশ্বকাপ) চেয়ে আলাদা। তবে দলটির দুর্দান্ত শক্তি এবং ধারণা রয়েছে। ’
সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান অধিনায়ক ফিঞ্চও একই কথা শুনিয়েছেন। নিজেও ঝড়ো ইনিংস দিয়ে শুরুটা করে দিয়েছেন। তবে ওয়ার্নারের ব্যাটিংটাকেই গুরত্ব দিলেন তিনি, ‘ওয়ার্নার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। প্রথম দিকে বল বুঝতে তার কিছুটা যুদ্ধ করতে হয়েছে। কিন্তু সে সেরাদের একজন। নিজের কাজটি ভালভাবে করেছে এবং দলকে জয় এনে দিয়েছে। ’
অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচ খেলবে ০৬ জুন, ট্রেন্ট ব্রিজে। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সময়: ০৬১৫ ঘন্টা, জুন ০২, ২০১৯
ইউবি