ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

ফিরেই ফিফটির দেখা পেলেন ওয়ার্নার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১১, জুন ২, ২০১৯
ফিরেই ফিফটির দেখা পেলেন ওয়ার্নার হাফসেঞ্চুরির পর ডেভিড ওয়ার্নার-সংগৃহীত

বল টেম্পাংরিয়ের দায়ে ১২ মাস ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন ডেভিড ওয়ার্নার। নিষেধাজ্ঞা অবশ্য ব্যাটিংটা ভুলিয়ে দিতে পারেনি অজি ওপেনারকে। বিশ্বকাপেই রাজকীয় প্রত্যাবর্তনটা দেখিয়ে দিলেন তিনি। ফেরার প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ১৮তম হাফসেঞ্চুরি। 

৭৪ বলে হাফসেঞ্চুরি পান ওয়ার্নার। এই রিপোর্ট লেখা পযর্ন্ত আফগানিস্তানের বিপক্ষে ১০৪ বলে ৮০ রানে ব্যাট করছেন তিনি।

তাকে সঙ্গ দিচ্ছেন নিষেধাজ্ঞা থেকে ফেরা সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ (১৪)। ৪৯ বলে ৬৬ রান করে গুলবদিন নায়িবের বলে আউট হয়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। উসমান খাজাকে (১৫) ফেরান রশিদ খান ।

বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিতে অজিদের ৮ উইকেটে দরকার মাত্র ১৬ রান। হাতে আছে ১৭.৫ ওভার।  

এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাঁড়াতে পারেনি আফগানিস্তান। গুলবদন নাইবের দল অলআউট হয় ২০৭ রানে।  

বাংলাদেশ সময় ০০১০ ঘণ্টা, জুন ০২, ২০১৯
ইউবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ