অনুশীলনে ফিটনেস টেস্টে পাস করেই ওয়ার্নার একাদশে জায়গা করে নিয়েছেন বলেন নিশ্চিত করেন ফিঞ্চ। এর ফলে আবারও ওপেনিংয়ে ফিঞ্চের সঙ্গে জুটি গড়তে যাচ্ছেন এই বাঁহাতি।
ওয়ার্নার নিশ্চিত হলেও একাদশের অন্যরা কারা তা অবশ্য ফিঞ্চ নিশ্চিত করতে পারেননি। তার মতে টসের আগ পর্যন্ত এই একাদশ নিয়ে কিছুই বলা যাচ্ছে না। যেখানে তিন নম্বর পজিশন নিয়ে উসমান খাজা ও শন মার্শের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে।
সংবাদমাধ্যমে শুক্রবার ফিঞ্চ বলেন, ‘ডেভি (ওয়ার্নার) ভালো আছে। সে কাল খেলবে। তবে একাদশের জন্য আমাদের টস পর্যন্ত অপেক্ষা করতে হবে। ’
এদিকে ওয়ার্নারের সঙ্গে এ ম্যাচে ফিরছেন সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথও। গত বছর কেপটাউন কেলেঙ্কারির পর ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল।
আজ (জুন ০১) ব্রিস্টলে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আফগানদের মুখোমুখি হবে অজিরা।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুন ০১, ২০১৯
এমএমএস