শুক্রবার (৩১ মে) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে ইমরান খান টুইট বার্তায় লেখেন, ‘আজকের জন্য পাকিস্তান দলের প্রতি আমার উপদেশ থাকবে এটাই, যা আমি প্রতি ম্যাচের আগে দলের সতীর্থদের বলতাম। নিজের শতভাগ উজার করে দাও, শেষ বল পর্যন্ত লড়াই করো এবং মনে কখনও পরাজয়ের আতঙ্ককে জায়গা দিও না; যা তোমার কৌশল কিংবা খেলায় প্রভাব ফেলবে।
প্রধানমন্ত্রীর কথাই রেখেছে পাকিস্তান দল! শতভাগ দিয়েই শতরান করেই অলআউট হয়েছে সরফরাজ বাহিনী। মাত্র ১০৫ রানে অলআউট হয়েছে পাকিস্তান। কোন রকম প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি তারা। ৭ উইকেটে হারতে হয়েছে তাদের। এরপরই ইমরান খানের সেই টুইট শেয়ার করে ট্রল করতে শুরু করেছে সমর্থকরা। তারা বলছেন, ‘শতভাগ দেওয়ার পরিবর্তে শতরান (১০৫) করেই আউট হয়েছে পাকিস্তান। ’
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, জুন ০১, ২০১৯
আরএআর/ওএইচ/