আজ তো মনে হচ্ছিল ১০০-এর নিচেই আটকে যাবে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত নিজেদের প্রথম ম্যাচে মাত্র ১০৫ রানে গুটিয়ে গেছে পাকিস্তান।
নটিংহ্যামে ৩১ মে (শুক্রবার) বাংলাদেশের বিকেল ৩-৩০ মিনিটে মাঠের লড়াইয়ে নেমেছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।
ব্যাটিং করতে নেমে স্কোর বোর্ডে ১৭ রান তুলতেই ক্যারিবীয় পেসার শেলডন কট্রেলের করা ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক (২)।
এরপর ৭২ রান যোগ করতেই নেই আরও ৩ উইকেট। এর মধ্যে ফখর জামানকে (২২) বোল্ড করে দিয়েছেন আন্দ্রে রাসেল। ফখরের বিদায়ের পর ১০ রান যোগ হতেই হারিস সোহলও (৮) রাসেলের শিকার হয়ে ফিরেছেন।
দলীয় ৬২ রানে ওশানে টমাসের শিকার হয়ে ফিরেছেন বাবর আজম (২২)। অধিনায়ক সরফরাজ আহমেদ ফিরেছেন মাত্র ৮ রান করে। তাকে হোপের ক্যাচে পরিণত করেছেন হোল্ডার।
টানা উইকেট পতনের ধারায় একসময় মনে হচ্ছিল ১০০ রানের আগেই থামবে পাকিস্তানের ইনিংস। তবে সেই লজ্জা (!) থেকে বাঁচিয়ে দিয়েছেন ১০ নম্বর ব্যাটসম্যান ওয়াহাব রিয়াজ। তার ১১ বলে ১৮ রানের ইনিংসটি বাকিদের জন্য লজ্জা দিতে যথেষ্ট।
বল হাতে ৫.৪ ওভারে ২৭ রান খরচে ৪ উইকেট তুলে নিয়েছেন ওশানে টমাস। ৩ উইকেট নিয়েছেন জেসন হোল্ডার। ৩ ওভারে মাত্র ৪ রান খরচ করে ২ উইকেট তুলে নিয়েছেন আন্দ্রে রাসেল। বাকি উইকেট শেলডোন কট্রেলের।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ৩১, ২০১৯
এমএইচএম