প্রথম ম্যাচে পরিকল্পনা কেমন দলের মুখপাত্র হিসেবে আসা লিটন দাশ জানালেন, ‘জয়টা সহজ হবে না। দক্ষিণ আফ্রিকা বোলিং-ব্যাটিং খুব ভালো।
এরপর তার কাছে জানতে চাওয়া হয়, প্রথম ম্যাচটা কি বাংলাদেশ জয় দিয়ে শুরু করতে পারবে? জবাবে এই ওপেনার বলেন, ‘শুধু প্রথম ম্যাচ বলে নয়, আমাদের শেষ ম্যাচ হলেও জেতার কথাই চিন্তা করতাম। এখানে এসেছি জেতার জিতব কী হারব, সেটা পরের ব্যাপার। আমরা জয়ের মনোভাব নিয়েই নামব। ’
এদিকে বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হলো? লিটন বলেন, ‘আমরা সব দিক দিয়ে মোটামুটি ভারসাম্যপূর্ণ দল। ফিল্ডিংটা যদি আরেকটু গুছিয়ে উঠতে পারি, তাহলে ভালো হবে। ব্যাটিংয়ে এখানে রান উঠবে, রান আটকানো কঠিন। বোলাররা মার খাবে। যদি ফিল্ডিংয়ে কিছু রান বাঁচাতে পারি সেটা আমার জন্য বাড়তি পাওয়া হবে। ’
তিনি আরও বলেন, ‘সেমি-ফাইনালে যেতে হলে আমাদের জয় ছাড়া উপায় নেই। এমন নয় যে কোথাও থেকে আমরা এমনি এমনি পয়েন্ট পাব। ম্যাচ জিততে হবে। সব দলের বিপক্ষেই মনোভাব থাকবে জেতার। জিতলেই সেমি-ফাইনালে যাব, না জিততে পারলে পারব না। এই মানসিকতা নিয়েই এগোতে হবে। ’
বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, মে ৩০, ২০১৯
এমএমএস