বিশ্বকাপের আগে এমন একটি সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকভাবে বেশ এগিয়ে রাখছে। জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটার শাহরিয়ার নাফীসও মনে করেন এই সিরিজ জয়টা বিশ্বকাপে বাংলাদেশকে ভাল খেলতে অনুপ্রাণিত করবে।
বাংলানিউজের সঙ্গে আলাপকালে নাফীস বলেন, ‘ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ খুবই ভাল খেলেছে। পুরো সিরিজেই তারা ডোমিনেট করেছে। এমন না যে আমরা খুব কষ্ট করে জিতেছি। প্রতিটা ম্যাচই ব্যাটসম্যানরা ভাল খেলেছে। বোলাররাও ভাল করেছে। তাই বিশ্বকাপের আগে এমন সিরিজ জয় বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক। ’
বিশ্বকাপে ভাল করতে হলে এবার বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন শাহরিয়ার নাফীস। অয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কন্ডিশন প্রায় একই। তাই পেসারদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। নাফীস বলেন, ‘এবারে ইংল্যান্ডে উইকেট ব্যাটিং সহায়ক হবে। সম্প্রাতি তাদের মাটিতে তিন’শ থেকে সাড়ে তিন’শ রান খুব সহজেই চেজ করে জেতা যাচ্ছে। তাই আমার কাছে মনে হচ্ছে এবার বিশ্বকাপে বোলারদের কঠিন পরীক্ষ দিতে হবে। দলের জয়ে বোলারদের ভূমিকা রাখতে হবে বেশি। ’
তবে দলে যারা তরুণ ক্রিকেটার আছেন তাদেরও ভাল পারফর্ম করেত হবে। নাফীসের মতে, ‘বিশ্বকাপের মতো বড় মঞ্চে ভাল করতে হলে পুরো দলকেই ভাল করতে হবে। প্রতিটা বিভাগে ভাল করতে না পারলে জয় পাওয়াটা কঠিন হবে। তাই যেই দলের বিপক্ষেই খেলুক না কেন টিম পারফম্যান্স করলেই জয় আসবে। ’
আগামী ৩০ মে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপ ক্রিকেটের। আর ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘন্টা, মে ২১, ২০১৯
আরএআর/এমএমএস