ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ মে ২০২৪, ১৬ জিলকদ ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

ফাইনালের মহারণে মাঠে নেমেছে ফ্রান্স-ক্রোয়েশিয়া

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
ফাইনালের মহারণে মাঠে নেমেছে ফ্রান্স-ক্রোয়েশিয়া ছবি: সংগৃহীত

অবশেষে রাশিয়া বিশ্বকাপের পর্দা নামছে। যেখানে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচের মাধ্যমে শিরোপা নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াচ্ছে। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হয় তারা।

ফ্রান্স নিজেদের ইতিহাসে দ্বিতীয় শিরোপা জয়ের জন্য মাঠে নেমেছে। যেখানে এ নিয়ে তৃতীয়বার ফাইনাল খেলছে দলটি।

১৯৯৮ সালে ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ জয় করে ফরাসিরা। ২০০৬ সালে ফাইনালে গেলেও ইতালির কাছে হার মানে।

এদিকে ক্রোয়েশিয়া প্রথমবারের মতো ফাইনালে খেলছে। এর আগে ১৯৯৮ সালের বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই সেমিফাইনাল খেলে দলটি। সেবার ফ্রান্সের কাছে হেরেই বিদায় নেয় ক্রোয়েটরা। ফলে এই ম্যাচটি প্রতিশোধও হতে পারে মদ্রিচ-রাকিটিচদের।

ফাইনালের এ ম্যাচে অবশ্য দু’দলই নিজেদের শুরুর একাদশ অপরিবর্তিত রেখেছে।

নিচে পাঠকদের জন্য ফ্রান্স ও ক্রোয়েশিয়ার একাদশ দেয়া হলো:

ফ্রান্স: হুগো লোরিস, বেঞ্জামিন পাভার, রাফায়েল ভারানে, সামুয়েল উমতিতি, পল পগবা, আঁতোয়া গ্রিজমান, অলিভিয়ের জিরুদ, কিলিয়ান এমবাপ্পে, এনগোলো কান্তে, ব্লেইজ মাতুইদি, লুকাস হার্নান্দেস।

ক্রোয়েশিয়া: দানিয়েল সুবাসিচ, সিমে ভ্রাসালিকো, ইভান স্ত্রিনিচ, ইভান পেরিসিচ, দেজান লোভরেন, ইভান রাকিটিচ, লুকা মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও মান্দজুকিচ, আন্তে রেবিচ, দোমাগোজ ভিদা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১৫ জুলাই, ২০১৮
এমএমএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ