[x]
[x]
ঢাকা, সোমবার, ৭ কার্তিক ১৪২৫, ২২ অক্টোবর ২০১৮
bangla news

প্রথম ম্যাচেই খেলবেন সালাহ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-১৪ ১০:০৪:৫৮ এএম
মোহামেদ সালাহ- ছবি: সংগৃহীত

মোহামেদ সালাহ- ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে সুসংবাদ পেল মিশর। উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই মাঠে নামবেন মিশরীয় তারকা মোহামেদ সালাহ। ফারাওদের কোচ হেক্টর কুপার নিশ্চিত করেছেন এই তথ্য।

মিশর দলের অনুশীলনের ফাঁকে কুপার জানান, ‘যদি অসম্ভব কিছু না ঘটে, তাহলে সে খেলবে। আমি নিশ্চিত সে আগামীকাল (শুক্রবার) মাঠে নামছে।’

মিশর স্কোয়াডের মূল খেলোয়াড় মোহামেদ সালাহ। তার দুর্দান্ত পারফরম্যান্সের উপর ভর করেই ১৯৯০ সালের পর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে আফ্রিকার দেশটি।

উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে নামলে সালাহ’র জন্য সেটা হবে সোনায় সোহাগা। কারণ, এদিন যে তার ২৬তম জন্মদিন।

শুক্রবার (১৫ জুন) লাতিন আমেরিকার শক্তিশালী দেশ উরুগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে মিশর। 

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এমএইচএম/এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache