ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

বেলুচিস্তানে বিদ্রোহীদের হামলায় ১৪ পাক সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১
বেলুচিস্তানে বিদ্রোহীদের হামলায় ১৪ পাক সেনা নিহত

ইসলামাবাদ: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিদ্রোহীদের হামলায় পাক আধা সামরিক বাহিনীর  কমপক্ষে ১৪ জন সেনা নিহত হয়েছে। সোমবারের এই হামলায় আহত হয়েছে আরও কমপক্ষে ১০ জন সেনা।



পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, খনিজ কয়লা সমৃদ্ধ চামালাং জেলায় এই হামলার ঘটনা ঘটেছে। এই এলাকায় সম্প্রতি সরকারি বাহিনী-বিদ্রোহী সংঘর্ষ বেড়েছে।

সেনাবাহিনী বলছে, বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা এই হামলার জন্য দায়ী

বেলুচ বিদ্রোহীরা আরও রাজনৈতিক স্বাধীনতা এবং স্থানীয় প্রাকৃতিক সম্পদে নিজস্ব নিয়ন্ত্রণের অধিকারের দাবিতে কয়েক দশক ধরে সশস্ত্র বিদ্রোহ করে আসছে।

বেলুচিস্তান পাকিস্তানের সবচে বড় কিন্তু জনবিরল প্রদেশ। এই প্রদেশে প্রচুর খনিজ তেল, গ্যাস, তামা এবং সোনা রয়েছে।

জানা যাচ্ছে, একটি বেসরকারি কয়লা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাদের ওপর এ হামলা হয়।

তবে সেনা বাহিনীর মুখপাত্র বলছেন, চামালাং থেকে দুখাই যাওয়ার পথে সেনাদের বহনকারী তিনটি যানে হামলা হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ