bangla news

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৪-২৭ ১০:৩৭:১২ এএম

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত চারঘাট ও পুঠিয়া উপজেলায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

রাজশাহী: রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত চারঘাট ও পুঠিয়া উপজেলায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- চারঘাট উপজেলার আসপুর গ্রামের মুকুল আলীর মেয়ে মিম খাতুন (৭) ও নাটোর সদর উপজেলার তৌকিয়া এলাকার বাসিন্দা নাজমুল হক (২৫)।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বাংলানিউজকে জানান, বুধবার সকালে রাস্তা পার হতে গিয়ে ভটভটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় মিম। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, উপজেলার সেনভাগে যাত্রীবাহী বাস ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে পাওয়ার টিলার চালক নাজমুল হক ও হেলপার হাসান আলী আহত হন। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নাজমুল মারা যান।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার হাসানকে রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
এসএস/আরএইচএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2016-04-27 10:37:12