২১ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন কিউই পেসার লোকি ফার্গুসন। ২০ উইকেট নিয়ে তৃতীয় স্থানে ইংলিশ পেসার জোফরা আর্চার।
২০১৫ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা স্টার্ক এবার ছাড়িয়ে গেছেন স্বদেশী কিংবদন্তি গ্ল্যান ম্যাকগ্রাকেও। এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডে এতদিন ম্যাকগ্রার সঙ্গী ছিলেন স্টার্ক। এছাড়া দু’বার ৫ উইকেট আর দু’বার ৪ উইকেট তুলে নিয়ে এবারের আসর সেরা হওয়ার অন্যতম দাবিদার স্টার্ক।
অন্যদিকে, বিশ্বকাপ ইতিহাসে মোস্তাফিজ দ্বিতীয় বোলার হিসেবে পরপর দুই ম্যাচে পাঁচ উইকেট নেন। এর আগে ১৯৭৫ বিশ্বকাপে গ্যারি গিলমোর প্রথম এই কীর্তি গড়েন। সেই বিশ্বকাপে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ উইকেট নেন এই অজি পেসার। আর মোস্তাফিজ নেন ভারত ও পাকিস্তানের বিপক্ষে।
সবচেয়ে বেশি উইকেট শিকারি:
অবস্থান | খেলোয়াড় | দল | উইকেট | ম্যাচ | ইনিংস | রান |
১ | স্টার্ক | অস্ট্রেলিয়া | ২৭ | ১০ | ১০ | ৫০২ |
২ | লোকি ফার্গুসন | নিউজিল্যান্ড | ২১ | ৯ | ৯ | ৪০৯ |
৩ | আর্চার | ইংল্যান্ড | ২০ | ১১ | ১১ | ৪৮৮ |
৪ | মোস্তাফিজ | বাংলাদেশ | ২০ | ৮ | ৮ | ৪৮৪ |
৫ | যশপ্রীত বুমরাহ | ভারত | ১৮ | ৯ | ৯ | ৩৭১ |
৬ | মার্ক উড | ইংল্যান্ড | ১৮ | ১০ | ১০ | ৪৬৩ |
৭ | ট্রেন্ট বোল্ট | নিউজিল্যান্ড | ১৭ | ১০ | ১০ | ৪৮২ |
৮ | মোহাম্মদ আমির | পাকিস্তান | ১৭ | ৮ | ৮ | ৩৫৮ |
৯ | শাহিন শাহ আফ্রিদি | পাকিস্তান | ১৬ | ৫ | ৫ | ২৩৪ |
১০ | ক্রিস ওকস | ইংল্যান্ড | ১৬ | ১১ | ১১ | ৪৫০ |
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এমএইচএম