ঢাকা, শনিবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

রোহিত শর্মাকে অধিনায়ক করার দাবি সাবেক ওপেনারের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, জুলাই ১৫, ২০১৯
রোহিত শর্মাকে অধিনায়ক করার দাবি সাবেক ওপেনারের রোহিত শর্মা। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের কাছে বিশ্বকাপের সেমিফাইনালে হারার পর থেকেই মৃদু সমালোচনা শুরু হয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে। সাম্প্রতিক একটি প্রতিবেদনে রবি শাস্ত্রী-কোহালি জুটির বিরুদ্ধে দলে সমর্থনের অভাবের বিষয়টিও উঠে এসেছে।

বিশ্বকাপে ভারতের দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছে অনেকেই। এরইমধ্যে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারতের বিদায়ের পর ভারতের অধিনায়ক বদলের দাবি করেছেন ভারতীয় দলের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান ওয়াসিম জাফর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব কি রোহিত শর্মার হাতে তুলে দেওয়ার সময় এসেছে? আমি চাই, ২০২৩ সালের বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিক রোহিত। ’

এর আগেও রোহিত দেশের হয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন বেশকিছু ম্যাচে। আর বিশ্বকাপ পরবর্তী কয়েকটি ম্যাচেও অধিনায়কের দায়িত্ব পালন করবেন বর্তমানের এই সহ-অধিনায়ক।

বিশ্বকাপে ভারতের দল নির্বাচন ইতিমধ্যেই উঠে গিয়েছে প্রশ্ন। যোগ্যতার ভিত্তিতে ক্রিকেটারদের নির্বাচন করা হয়নি বলে উঠছে অভিযোগ। এছাড়া পছন্দের ক্রিকেটারদের দলে রাখছেন বলেও অভিযোগ উঠেছে বিরাট কোহলির দিকে।

ভারতীয় দলে বিভাজন তৈরি হয়েছে এই দুই জনকে ঘিরে। দুটি আলাদা গোষ্ঠী তৈরি হয়েছে কোহলি ও রোহিতের। ভারতীয় দলের অধিনায়কত্ব যে কাঁটার মুকুট, তা ভালই জানেন সাবেক অধিনায়করা। কোহলিও বুঝতে শুরু করেছেন। অতীতে বড় টুর্নামেন্টে হেরে অধিনায়কত্ব খুইয়েছেন বহু ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ