bangla news

স্বদেশী ম্যাকগ্রাকে ছাড়িয়ে স্টার্কের বিশ্বরেকর্ড

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১১ ৯:২৫:০০ পিএম
মিচেল স্টার্ক-ছবি:সংগৃহীত

মিচেল স্টার্ক-ছবি:সংগৃহীত

গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে নির্দিষ্ট একটি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়লেন মিচেল স্টার্ক। চলমান আসরে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচে জনি বেয়ারস্টোকে তুলে নিয়ে এই কীর্তিটি গড়েন তিনি। বাঁহাতি এই তারকার বর্তমানে উইকেট সংখ্যা ২৭টি।

এর আগে ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে মোট ২৬টি উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন স্টার্কের স্বদেশী কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। তিনটি বিশ্বকাপ পর তার রেকর্ডটি ভাঙলো।

এদিকে বিশ্বকাপে মোট উইকেট শিকারে অবশ্য ম্যাকগ্রা এখনও সবার ওপরেই রয়েছেন। ৩৯ ম্যাচে ৭১টি উইকেট নিয়ে শীর্ষে তিনি। তবে মাত্র ১৮ ম্যাচে এখন পর্যন্ত ৪৯ উইকেট নিয়ে এই তালিকায় পাঁচে চলে এসেছেন স্টার্ক। দুই থেকে চারে রয়েছেন যথাক্রমে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন (৬৮), লাসিথ মালিঙ্গা (৫৬) ও পাকিস্তানের ওয়াসিম আকরাম (৫৫)।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এমএমএস

ক্লিক করুন, আরো পড়ুন :   আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-07-11 21:25:00