bangla news

এবার বিজ্ঞাপনে সেই চারুলতা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১১ ৪:৩৭:৪৩ পিএম
চারুলতা এবার বিজ্ঞাপনে অভিনয় করবেন-ছবি: সংগৃহীত

চারুলতা এবার বিজ্ঞাপনে অভিনয় করবেন-ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গ্যালারিতে হুইল চেয়ারে বসে ভারতকে সমর্থন করেছিলেন ৮৭ বছরের চারুলতা প্যাটেল। কখনো দম নিয়ে ভেঁপু বাজাচ্ছেন, তো কখনো রোহিত শর্মার সেঞ্চুরির পর হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। এক কথায়, চলতি বিশ্বকাপে বাইশ গজের নায়ক যদি হন রোহিত শর্মা, তবে নিঃসন্দেহে গ্যালারির নায়িকা ৮৭ বছরের ‘যুবতী’ চারুলতা প্যাটেল।

চারুলতার এই নজরকাড়া জনপ্রিয়তাকে কাজে লাগাতে পেপসির বিজ্ঞাপনের নতুন মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে তাকে। প্রাণশক্তিতে ভরপুর আশির গণ্ডি পেরুনো এই ‘যুবতী’কে এবার দেখা যাবে পেপসির ডিজিটাল প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পেপসির এক মুখপাত্র জানিয়েছেন, ক্রেতাদের পছন্দ-অপছন্দ জানতে প্রতিনিয়তই পরীক্ষা-নিরীক্ষা করে কোম্পানি। তা সে বলিউড তারকাকে এনে হোক কিংবা ক্রীড়া দুনিয়ার কোনো ব্যক্তিত্ব। চলতি বছর ফেব্রুয়ারিতে পেপসির নতুন অভিযান শুরু হয়েছে। স্টাইলের সঙ্গে প্রাণ খুলে বাঁচাকেই আমরা গুরুত্ব দিই। এবার পেপসির চোখ দিয়ে প্রাণবন্ত চারুলতা দেবীর ‘সোয়্যাগ’ ফুটিয়ে তোলা হবে।

পেপসির এই বিজ্ঞাপনের মূল বার্তা, ‘বয়স ৮৭ বছর হলেও এক ভক্তের ক্রিকেটের প্রতি ভালোবাসা অটুট।’ এ বার্তা নিয়ে চলতি বছরেই নতুন বিজ্ঞাপনে দেখা যাবে চারুলতা প্যাটেলকে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এইচএমএস/এমএইচএম

ক্লিক করুন, আরো পড়ুন :   আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-07-11 16:37:43