![]() শিশুদের সঙ্গে সাকিব: ছবি-সংগৃহীত |
বিশ্বকাপে ১১০০ রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। এই রান পূর্ণ করতে বিশ্বসেরা এই অলরাউন্ডারের দরকার ছিল ১৮ রান।
এছাড়া পাকিস্তানের বিপক্ষে ১৯ রান করে নতুন আরেক কীর্তি গড়েন সাকিব। বিশ্বকাপে সর্বেোচ্চ রান সংগ্রহের তালিকায় সেরা দশে প্রবেশ করেছেন তিনি। ফলে শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারাদের মতো লিজেন্ডদের পাশে নাম লেখালেন সাকিব।
এর আগে ২০১৯ বিশ্বকাপে রোহিত শর্মাকে সরিয়ে আবারও রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষ স্থানে উঠে আসেন তিনি । ভারতের ওপেনার রোহিতকে পেছনে ফেলতে সাকিবের দরকার ছিল ৩ রান। মোহাম্মদ হাফিজকে ৪ মেরে পুনরায় সিংহাসন উদ্ধার করেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।
এই বিশ্বকাপে ৭ ম্যাচে চার সেঞ্চুরিতে ৫৪৪ রান সংগ্রহ করেছেন রোহিত। ৮ ম্যাচে দুই সেঞ্চুরি ও চার ফিফটিতে সাকিবের রান এখন পযর্ন্ত ৫৭৩। পাকিস্তানের বিপক্ষে ৩১ রানে ব্যাট করছেন তিনি।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৯
আরএআর/ইউবি