bangla news

অনুশীলনে চোট পেয়েছেন মুশফিক

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-০৪ ৫:০৯:৫৭ পিএম
চোট নিয়ে মাঠ ছাড়ছেন মুশফিক/ফাইল ছবি

চোট নিয়ে মাঠ ছাড়ছেন মুশফিক/ফাইল ছবি

সেমির আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি তাই এখন শুধুই আনুষ্ঠানিকতার। যদিও ম্যাচটি এখন বাংলাদেশের জন্য মর্যাদার লড়াই। তবে শেষ ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে মুশফিকের চোট।

চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচের আগে শুক্রবার (৫ জুলাই) অনুশীলনে নেমেছে টাইগাররা। সেখানেই নেটে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে কনুইয়ে চোট পেয়েছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য মুশফিক। 

প্রাথমিকভাবে শুশ্রূষা দেওয়ার পর মুশফিককে ড্রেসিংরুমে নেওয়া হয়। সেখানে দলের ফিজিও তার অবস্থা পর্যবেক্ষণ করছেন। তার চোট কতটা গুরুতর তা জানানো হয়নি। তবে পাকিস্তানের বিপক্ষে তার খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিসিবি'র একটি সূত্র। তবে মূল তথ্য জানতে আরও অপেক্ষায় থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
এমএইচএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-07-04 17:09:57