ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

জরিমানা গুনতে হচ্ছে উইন্ডিজ-লঙ্কানদের 

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৬, জুলাই ৩, ২০১৯
জরিমানা গুনতে হচ্ছে উইন্ডিজ-লঙ্কানদের  ছবি-সংগৃহীত

বিশ্বকাপে শেষ চারে খেলার আশা অনেক আগে শেষ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার। স্বপ্ন ভেঙে যাওয়ায় এমনিতে শান্তিতে নেই দু’দল। তার মধ্যে উভয়ের ভাগ্যে জুটেছে আরেকটি শাস্তি। স্লো ওভার-রেটের কারণে এই সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নকে গুনতে হচ্ছে জরিমানা। 

সোমবার (০১ জুলাই) ডারহামে উইন্ডিজদের ২৩ রানে হারায় লঙ্কানরা। ম্যাচটি নির্দিষ্ট সময়ে শেষ করতে পারেনি দু’দল।

নির্দিষ্ট সময়ের পরও দুই ওভার বাকি ছিল দু’দলের। ফলে ম্যাচ রেফারি ডেভিড বুন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার এবং শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নের উপর জরিমানা আরোপ করেছেন।  

হোল্ডার এবং করুনারত্নেকে জরিমানা দিতে হচ্ছে ম্যাচ ফির ৪০ শতাংশ। দলের বাকি সদস্যদের কাটা যাচ্ছে ২০ শতাংশ করে।  

ওয়ানেডেতে হোল্ডার ও করুনারত্নে ১২ মাসের মধ্যে যদি পুনরায় এই ভুল করেন তবে এক ম্যাচ নিষিদ্ধ হবেন এই দুই অধিনায়ক।  

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৯ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ