ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চান মাশরাফি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫২, জুলাই ৩, ২০১৯
জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চান মাশরাফি মাশরাফি-ছবি:সংগৃহীত

ভারতের বিপক্ষে জয় পেলে সেমিফাইনালের আশা টিকে থাকতো বাংলাদেশের। তবে ২৮ রানের হারে আসর থেকে বিদায় নিল টাইগাররা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটা জিতেই ইতি টানতে চান অধিনায়ক মাশরাফি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘ভালো চেষ্টা ছিল, তবে এ ম্যাচটা আমাদের জেতা দরকার ছিল। জুটিগুলোর কোনো একটি যদি ৮০-৯০ পার হতো, তবে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারতো।

বিশ্বকাপের চতুর্থ হাফসেঞ্চুরির দেখা পাওয়া সাকিব আল হাসানের প্রশংসা করে ম্যাশ বলেন, ‘সাকিব নিজের সেরা ফর্মটা ধরে রেখেছে। মুশফিকও ভালো ব্যাটিং করেছে। তবে রোহিত শর্মার ক্যাচ মিস করাটা ছিল হতাশার। কিন্তু এমনটা খেলারই অংশ। ’

আগামী ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ সম্পর্কে তিনি আরও যোগ করেন, ‘আমরা নিজেদের সেরাটাই দিয়েছি। সমর্থকরা আমাদের সঙ্গে ছিল। আশাকরি শেষটা জয় দিয়ে রাঙাতে পারবো। ’

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ