bangla news

ভারতের বিপক্ষে রয়ের ফেরার ব্যাপারে আশাবাদী ইংল্যান্ড 

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-২৯ ১০:৪৩:৫৫ পিএম
জেসন রয়: ছবি-সংগৃহীত

জেসন রয়: ছবি-সংগৃহীত

শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচ হেরেছে ইংল্যান্ড। আর তাতে সেমিফাইনালে যাওয়াটা চ্যালেঞ্চের মুখে পড়েছে স্বাগতিকদের। সেই চাপকে মাথায় রেখে রোববার (৩০ জুন) ভারতের মুখোমুখি হবে ইংলিশরা। 

শেষ চারের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জিততে হবে ইংল্যান্ডকে। তবে কোহলি-ধোনিদের বিপক্ষে কঠিন লড়াইয়ে নামার আগে কিছুটা স্বস্তি পাচ্ছেন অধিনায়ক ইয়ন মরগান। দুই ম্যাচ পর দলে ফিরতে পারেন ইংলিশদের নিয়মিত ওপেনার জেসন রয়। 

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি রয়। ইংলিশ ওপেনার চোটে পড়েন ১১ জুন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচে ১৫৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন রয়। 

অধিনায়ক মরগান জানিয়েছেন, জেসন খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তার জন্য অনুশীলনে যোগ দিয়েছে।

ভারতের বিপক্ষে রয়ের অন্তর্ভুক্তি নির্দ্বিধায় শক্তি বাড়াবে ইংল্যান্ডের। তাকে ছাড়া গত দুই ম্যাচে পরাজিত বরণ করতে হয়েছে মরগানদের। 

বাংলাদেশে সময়: ২২৪৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৯ 
ইউবি

ক্লিক করুন, আরো পড়ুন :   আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ CWC19
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-06-29 22:43:55