ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

সর্বোচ্চ উইকেট শিকারে শীর্ষে আমির

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৪, জুন ২৪, ২০১৯
সর্বোচ্চ উইকেট শিকারে শীর্ষে আমির সতীর্থদের সঙ্গে আমির: ছবি-সংগৃহীত

২০১৯ বিশ্বকাপ অভিযান শুরুর আগে মোহাম্মদ আমিরকে বাদ দিতে চেয়েছিল পাকিস্তান। সেই আমিরই এখন বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি। রোববার (২৩ জুন) লন্ডনের লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই উইকেট নিয়ে সিংহাসনে বসেছেন পাকিস্তানি গতি তারকা। 

বিশ্বকাপে ৫ ম্যাচে ৪.৫০ ইকোনমিতে ১৫ উইকেট নিয়েছেন আমির। সমান উইকেট নিয়েছেন ইংল্যান্ডের জোফরা আর্চার ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

তবে দু’জনই এক ম্যাচ বেশি খেলেছেন আমিরের চেয়ে।  

প্রোটিয়াদের বিপক্ষে বোলিংয়ে এসে শুরুতে হাশিম আমলাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আমির। ফাফ ডু প্লেসিসকে ক্যাচ বানান সরফরাজ আহমেদের হাতে।  

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৯ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ