ইনজুরিতে পড়েছেন ভুবনেশ্বর কুমার-ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে বোলিং করার সময় ইনজুরিতে পড়েছেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। রোববার (১৬ জুন) ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে বল করার সময় বাম পায়ের হ্যামেস্ট্রিংয়ে চোট পান এই পেসার। ফলে মাঠ ছাড়তে হয় তাকে। মাঠ ছাড়ার আগে তিনি ২.৪ ওভার বল করেন।
তবে ভুবনেশ্বরের চোট গুরুতর নয় বলে ম্যাচ শেষে জানিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তার করা অসম্পূর্ণ ওভারটি পূর্ণ করেন বিজয় শঙ্কর।
বল হাতে নিয়েই ইতিহাস গড়েন তিনি। নিজের অভিষেক বিশ্বকাপে ওভারের প্রথম বলেই তুলে নেন ইমাম-উল-হকের উইকেট।
পাকিস্তানকে বৃষ্টি আইনে ৮৯ রানে হারিয়েছে ভারত। এ নিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে টানা সপ্তম ম্যাচে হারলো পাকিস্তান। আগে ব্যাট করে রোহিত শর্মার সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৩৬ রান তোলে ভারত। বৃষ্টির কারণে ৪০ ওভারে ৩০২ রানের নতুন টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২১২ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস।
বাংলাদেশ সময়: ০৪০৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
আরএআর/এমএইচএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।