bangla news

বৃষ্টির কারণে টসে বিলম্ব বাংলাদেশ ম্যাচে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-১১ ৩:০৪:৫২ পিএম
ব্রিস্টলে বৃষ্টির মুখে পড়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ: ছবি-সংগৃহীত

ব্রিস্টলে বৃষ্টির মুখে পড়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ: ছবি-সংগৃহীত

ইংল্যান্ডের বেরসিক বৃষ্টি শুরুতেই হানা দিয়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে। ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টির কারণে এখনো টস করতে পারেনি দু’দলের অধিনায়ক। 

ব্রিস্টলে বৃষ্টির সঙ্গে বয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস। যার ফলে এখনো মাঠে এসে পৌছাননি টাইগাররা। সচরাচর ম্যাচ শুরুর অন্তত ঘণ্টা দুই আগে মাঠে এসে থাকেন মাশরাফিরা। 

২০১৯ বিশ্বকাপে প্রথম ম্যাচ জেতার পর টানা দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। তাই শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের সামনে। তবে এ ম্যাচে বৃষ্টির খাঁড়া মাথার ওপর ঝুলছে। ফলে বৃষ্টির কারণে খেলা না হলে, হতাশ হওয়া ছাড়া মাশরাফিদের সামনে কোনো পথ খোলা থাকবে না। কেননা আসরের সেমিফাইনালে যেতে হলে বাকি সব ম্যাচ জিততে হতে পারে দলটির।

প্রায় একই পরিসংখ্যান শ্রীলঙ্কার সামনেও। এর আগে তিন ম্যাচ খেলে দলটি একটি জয়, একটি হার ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে খেলতে পারেনি। যদিও লঙ্কানরা বাংলাদেশ থেকে এক পয়েন্টে এগিয়ে রয়েছে।

মঙ্গলবার (জুন ১১) ব্রিস্টলে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। তবে স্থানীয় আবহাওয়া বলছে বাতাসের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশ্বকাপে এখন পর্যন্ত বৃষ্টির কারণে দুটি ম্যাচের কোনো ফলাফল হয়নি। এছাড়া আরও বেশ কয়েকটি ম্যাচে বৃষ্টি সাময়িক বাধা হয়ে দাঁড়িয়েছিল। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন/লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত/রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান। 

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশাল পেরেরা (উইকেটরক্ষক), লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশাল মেন্ডিস, থিসারা পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, সুরাঙ্গা লাকমল, জিভান মেন্ডিস, লাসিথ মালিঙ্গা, ইশুরু উদানা।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুন ১১, ২০১৯
ইউবি

ক্লিক করুন, আরো পড়ুন :   আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ CWC19
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-06-11 15:04:52