bangla news

বৃষ্টিতে ভেসে গেল দ. আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-১০ ৯:৫৬:০১ পিএম
টানা বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে-ছবি: সংগৃহীত

টানা বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে-ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত বৃষ্টির কবলে পড়ে বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ফলে দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করতে হলো।

সোমবার (১০ জুন) সাউদ্যাম্পটনের দ্য রোজ বোল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমেই বড় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ১১ রানের মাথায় ওপেনার হাশিম আমলাকে (৬) ক্রিস গেইলের ক্যাচ বানিয়ে ফেরান উইন্ডিজ পেসার শেলডন কটরেল। এরপর দলীয় ২৮ রানে এইডেন মার্করামও (৫) এই বাঁ-হাতি মিডিয়াম পেসারের শিকার হন।

৭.৩ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ২৯ রান শেষে আসে বৃষ্টি বাগড়া। ম্যাচ বন্ধ হয়ে যায়। প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক ১৭ ও অধিনায়ক ফাফ ডু প্লেসিস তখন শূন্য রানে অপরাজিত ছিলেন।

তিন দফায় আম্পায়ার মাঠ পরিদর্শনের পরও মাঠ খেলার অনুপযোগী থাকায় শেষ পর্যন্ত বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে ম্যাচ রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে।

টানা তিন ম্যাচ পরাজয়ের পর চতুর্থ ম্যাচ পরিত্যক্ত হলে জয়বঞ্চিতই রয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ফলে বিশ্বকাপে সেমিফাইনাল খেলা অনেকটাই কঠিন হয়ে গেল প্রোটিয়াদের জন্য। দলটি এখন পয়েন্ট টেবিলের নয় নম্বরে রয়েছে।

অন্যদিকে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে রয়েছে ক্যারিবীয়রা।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘন্টা, জুন ১০, ২০১৯
আরএআর/এমএইচএম

ক্লিক করুন, আরো পড়ুন :   আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ CWC19
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-06-10 21:56:01