ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

টস হেরে ব্যাটিংয়ে আফগানিস্তান

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৮, জুন ৮, ২০১৯
টস হেরে ব্যাটিংয়ে আফগানিস্তান ছবি:সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। টনটনে টস জিতে আফগানিস্তানকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় ম্যাচটি।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায় কিউইরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারায় ২ উইকেটে।

তাই আফগানিস্তানের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতেই মাঠে নেমেছে উইলিয়ামসনের দল। ট্রেন্ট বোল্ট, ম্যাট হ্যানরিদের নিয়ে গড়া পেস আক্রমণ সামলাতে হবে আফগানদের।

অন্যদিকে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হারে আফগানিস্তান। পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে সজহ ম্যাচ হেরে যায় তারা। তাই কিউইদের বিপক্ষে কঠিন হলেও ঘুরে দাঁড়াতে চায় গুলবাদিন নাঈবের দল।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

আফগানিস্তান একাদশ: হজরতউল্লাহ জাজাই, নুর আলী জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব (অধিনায়ক), ইকরাম অলিখিল, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, আফতাব আলম ও হামিদ হাসান।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ০৮, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ