bangla news

৬ উইকেট হারিয়ে ধুঁকছে প্রোটিয়ারা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-০৫ ৬:২২:৫৮ পিএম
ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচেও চাপে পড়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হাশিম আমলা (৬) ও কুইন্টন ডিককের (১০) উইকেট হারায় প্রোটিয়ারা। রাসি ভন ডুসেন (২২) ও ফাফ ডু প্লেসিস (৩৮) চাপ সামাল দেওয়ার চেষ্টা করলেও উইকেটে স্থায়ী হতে পারেননি।

জেপি ডুমিনি (৩) ব্যর্থ হয়ে মাঠ ছাড়েন। এছাড়া ডেভিড মিলার (৩১) কিছুটা চেষ্টা করলেও টিকতে পারেননি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৯ ওভার শেষে ৬ উইকেটে ১৫৭ রান।

টানা দুই ম্যাচ হারার পর ছন্দে ফিরতে মরিয়া প্রোটিয়ারা। অন্যদিকে জয় দিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করার লক্ষ্য ভারতের। বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য বেশ এগিয়ে প্রোটিয়ারা।

চারবারের সাক্ষাতে দক্ষিণ আফ্রিকার তিন জয়ের বিপরীতে ভারতের জয় মাত্র একটিতে। গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোর স্মৃতি নিয়েই মাঠে নামছে ভারত, যা অনুপ্রেরণা জোগাবে বিরাট কোহলিদের।

২০১২ ও ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৩ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি ২০১৫ বিশ্বকাপে জয় পায় কোহলিরা। ফলে আইসিসির মেগাআসরে অন্যতম ফেভারিট টিম ইন্ডিয়া।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘন্টা, জুন ০৫, ২০১২
আরএআর/এমএমএস

ক্লিক করুন, আরো পড়ুন :   আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ CWC19
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-06-05 18:22:58