ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

আইসিসির কাভার ফটোতে উড়ন্ত সাইফউদ্দিন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৪, জুন ৩, ২০১৯
আইসিসির কাভার ফটোতে উড়ন্ত সাইফউদ্দিন আইসিসির কাভার ফটোতে উড়ন্ত সাইফউদ্দিন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। যেখানে প্রোটিয়াদের ২১ রানে হারায় টাইগাররা।

এ ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ড পারফর্ম করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে সাকিব, মুশফিক, সৌম্যর সঙ্গে শেষ দিকে মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক নিজেদের মেলে ধরেন।

আর বোলিংয়ে মোস্তাফিজের পাশাপাশি সাইফউদ্দিন, সাকিব ও মিরাজরা অসাধারণ করেন।

ম্যাচে নিজের বোলিংয়ে আলাদাভাবে নজর কেড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ৮ ওভারে কিছুটা খরুচে হলেও দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন তিনি। রাসি ভন ডার ডুসেন ও আন্দিলে ফেলুকায়ো তার শিকারে মাঠ ছাড়েন।

আর ম্যাচ শেষে এই তরুণ তারকাকে সম্মানিত করলো ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। নিজেদের অফিসিয়াল ফেসবুক কাভার ফটোতে সাইফউদ্দিনের একটি ছবি ঝুলিয়ে দিয়েছে। যেখানে তাকে উইকেট পাওয়ার পর উযদাপনে পাখির মতো উড়ন্ত ভঙ্গিতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, জুন ০৩, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ