bangla news

বেন স্টোকসের নতুন রেকর্ড

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-৩১ ৯:০৮:৩২ পিএম
বেন স্টোকসের উল্লাস। ছবি: সংগৃহীত

বেন স্টোকসের উল্লাস। ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটলো। যেখানে কোনো খেলোয়াড় বিশ্বকাপের এক ম্যাচে কমপক্ষে ৮০ রান, ২টি উইকেট ও ২টি ক্যাচ নিয়ে নিলেন নিজের ঝুলিতে।

বৃহস্পতিবার (৩০ মে) বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১০৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এদিন ইংল্যান্ডের পক্ষে আগে ব্যাট করতে নেমে বেন স্টোকস নেন ৮৯ রান করেন। পাশাপাশি ২ উইকেট এবং ২ টি ক্যাচ নিয়ে নতুন রেকর্ডে নাম লেখান তিনি।

এর আগে শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভা একমাত্র ক্রিকেটার ছিলেন, যিনি বিশ্বকাপে একই রকমের অর্জন করেছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৯৬ বিশ্বকাপ ফাইনালে ডি সিলভা অপরাজিত ১০৭ রান করেন। তবে রানের আগে তিনি ৩টি গুরুত্বপূর্ণ উইকেট এবং ২টি ক্যাচ তুলে নিয়েছিলেন নিজের ঝুলিতে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মে ৩১, ২০১৯
এইচএমএস/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-05-31 21:08:32