bangla news

বিশ্বকাপের অভিষেকেই সেঞ্চুরি রয়েছে যাদের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২৮ ৩:৪৫:১৮ পিএম
বিরাট কোহলি-ছবি:সংগৃহীত

বিরাট কোহলি-ছবি:সংগৃহীত

দেখতে দেখতে বিশ্বকাপ ক্রিকেটের সময় ঘনিয়ে এসেছে। আর মাত্র একদিন বাদেই পর্দা উঠবে বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসরের। ১৯৭৫ সালে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্বকাপ। এই বিশ্বকাপের মঞ্চে প্রতিটি ক্রিকেটারই চায় নিজেকে মেলে ধরতে।

বিশ্বকাপ আসরের ১৬ জন ক্রিকেটার রয়েছেন যারা বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচ স্মরণীয় করে রেখেছেন। অভিষেক ম্যাচেই দেখা পেয়েছেন সেঞ্চুরির।

নিচে তাদের তালিকা দেওয়া হলো:

১-গ্লেন টার্নার ১৭১ (অপরাজিত), নিউজিল্যান্ড বনাম পূর্ব আফ্রিকা, বার্মিংহাম, ১৯৭৫।

২-ডেনিস অ্যামিস ১৩৭, ইংল্যান্ড বনাম ভারত, লর্ডস, ১৯৭৫।

৩-অ্যালান লাম্ব ১০২, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, ওভাল, ১৯৮৩।

৪-ট্রেভর চ্যাপেল ১১০, অস্ট্রেলিয়া বনাম ভারত, নটিংহ্যাম, ১৯৮৩।

৫-জিওফ মার্শ ১১০ , অস্ট্রেলিয়া বনাম ভারত, মাদ্রাজ, ১৯৮৭।

৬-অ্যান্ডি ফ্লাওয়ার ১১৫ (অপরাজিত), জিম্বাবুয়ে বনাম শ্রীলঙ্কা, নিউ পাইমাউথ, ১৯৯২।

৭-নাথান অ্যাস্টলে ১০১, নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, আহমেদাবাদ, ১৯৯৬।

৮-গ্যারি কারেস্টেন ১৮৮(অপরাজিত), দক্ষিণ আফ্রিকা বনাম সংযুক্ত আরব আমিরাত, রাওয়ালপিন্ডি, ১৯৯৬।

৯-ক্রেগ উইশার্ট ১৭২ (অপরাজিত), জিম্বাবুয়ে বনাম নামিবিয়া, হারারে, ২০০৩।

১০-স্কট স্টাইরিস ১৪১, নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা, ব্লুমফন্টিন, ২০০৩।

১১-অ্যান্ড্রু সাইমন্ডস ১৪৩ (অপরাজিত), অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, জোহানেসবার্গ, ২০০৩।

১২-জেরেমি ব্যারি ১১৫ (অপরাজিত), আয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়ে, কিংস্টন, ২০০৭।

১৩-বিরাট কোহলি ১০০ (অপরাজিত), ভারত বনাম বাংলাদেশ, ঢাকা, ২০১১।

১৪-অ্যারন ফিঞ্চ ১৩৫, অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, মেলবোর্ন, ২০১৫।

১৫-ডেভিড মিলার ১৩৮ (অপরাজিত), দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে, হ্যামিলটন, ২০১৫।

১৬-লেন্ডল সিমন্স ১০২, ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ড, নেলসন, ২০১৫।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘন্টা, মে ২৮, ২০১৯
আরএআর/এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-05-28 15:45:18