bangla news

বৃষ্টিতে পণ্ড দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২৭ ১:২৩:০৬ এএম
হাশিম আমলা

হাশিম আমলা

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ। 

ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে রোববার (মে ২৬) টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ভালো সূচনা এনে দেন হাশিম আমলা ও কুইন্টন ডি কক। তবে ৮ ওভার ২ বলের সময় বৃষ্টি হানা দেয়। এরপর আবার খেলা শুরু হলে ৯ ওভার ৩ বলের পর আবারও বৃষ্টি নামে। তখন দলের রান বিনা উইকেটে ৬০।

বৃষ্টি থামলে আবারও খেলা শুরু হলে ১২ ওভার ৪ বলের সময় তৃতীয় দফায় বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়। প্রোটিয়াদের সংগ্রহ তখন বিনা উইকেটে ৯৫ রান। আমলা ৫১ ও ডি কক ৩৭ রানে অপরাজিত ছিলেন।

এরপর আর খেলা শুরু করা না গেলে ম্যাচ রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০১১৯ ঘন্টা, সে ২৬, ২০১৯
আরএআর/এমএইচএম

ক্লিক করুন, আরো পড়ুন :   আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-05-27 01:23:06