bangla news
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

রিভারসাইড গ্রাউন্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২২ ২:৪৬:৪৬ পিএম
চেস্টার-লি-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ড

চেস্টার-লি-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ড

ইংল্যান্ড ও ওয়েলসে ৩০ মে শুরু হচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপ। আসরটিকে ঘিরে ইতোমধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। বিশ্বকাপে অন্যতম আকর্ষণ স্টেডিয়াম। এবারের আসরে মোট ১১টি ভেন্যুতে খেলা হবে। পাঠকদের জন্য এই পর্বে চেস্টার-লি-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ড নিয়ে লেখা হলো।

২০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি এই বিশ্বকাপে তিনটি ম্যাচ আয়োজন করবে। গ্রুপ পর্বের এ ম্যাচ গুলোতে লড়বে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড। এর আগে ১৯৯৯ সালের বিশ্বকাপে দুটি লিগ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এখানে।

এছাড়া রিভারসাইড গ্রাউন্ডে মোট ১৭টি ওয়ানডে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুটি ম্যাচের কোনো ফলাফল হয়নি ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

ব্যাটিং পারফরম্যান্স:-
সর্বোচ্চ দলীয় স্কোর: ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান করেছিল।
সর্বনিম্ন দলীয় স্কোর: ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৯ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড।
সবচেয়ে বেশি রান: ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ইয়ান বেল এই গ্রাউন্ডে মোট ২০৬ রান করে সবার ওপরে রয়েছে।
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ১২৬ রানে অপরাজিত ছিলেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে।
সেঞ্চুরি: ৮টি
হাফসেঞ্চুরি: জনি বেয়ারস্টো, ব্রায়ান লারা, জোনাথন ট্রট ও ইয়ান বেল এই মাঠে সর্বোচ্চ দুটি করে হাফসেঞ্চুরি করেছেন।

বোলিং পারফরম্যান্স:-
সর্বোচ্চ উইকেট: ইংল্যান্ডের সাবেক স্পিনার গ্রায়েম সোয়ান এই মাঠে সর্বোচ্চ ৯টি উইকেট পেয়েছেন।
এক ম্যাচের সর্বোচ্চ: ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সোয়ান ২৮ রানের বিনিময়ে ৫টি উইকেট নিয়েছিলেন।
৫ উইকেট: এই মাঠে দুটি পাঁচ উইকেট নেওয়ার পারফরম্যান্স রয়েছে।

উইকেটকিপিং-পারফরম্যান্স:-
সর্বোচ্চ ডিসমিসাল: ইংল্যান্ডে ক্রেইগ কিসোয়েটার ও অস্ট্রেলিয়ার টিম পেইন এই মাঠে সর্বোচ্চ ৪টি করে ডিসমিসাল করেছেন।

ফিল্ডিং পারফরম্যান্স:-
সর্বোচ্চ ক্যাচ: অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং সর্বোচ্চ ৫টি ক্যাচ নিয়েছেন এই গ্রাউন্ডে।
এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ: ১৯৯৯ সালে বাংলাদেশের বিপক্ষে পন্টিং তিনটি ক্যাচ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মে ২২, ২০১৯
এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-05-22 14:46:46