bangla news

ফিট যাদব, পরিবর্তন হচ্ছে না ভারতীয় স্কোয়াড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২১ ১১:৫২:০৪ এএম
কেদার যাদব-ছবি:সংগৃহীত

কেদার যাদব-ছবি:সংগৃহীত

ভারতের বিশ্বকাপ দলে থাকা কেদার যাদব সুস্থ হয়ে উঠেছেন। ফলে টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের স্কোয়াডে কোনো পরিবর্তন আসছে না। এর আগে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলার সময় বাঁ কাধে গুরুতর চোট পাওয়ায় আসরটি থেকে ছিটকে যান যাদব।

ইনজুরির পর ডানহাতি এই ব্যাটসম্যানের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে তার ইনজুরির পর ভারতের বিশ্বকাপ খেলার মাঝে এক মাস সময় পাওয়া যায়। আর খেলোয়াড় পরিবর্তন না করে তাকে সুস্থ হওয়ার সময় দেয় ভারতীয় বোর্ড।

এরপরও যদি যাদব পরিপূর্ণ ফিট হতে না পারেন তবে, স্ট্যান্ডবাই হিসেবে ঋশভ প্যান্ত, আম্বাতি রায়ডু, ইশান্ত শর্মা, অক্ষর প্যাটেল ও নভদ্বীপ সাইনির মধ্যে কাউকে দলে অন্তর্ভুক্ত করা হবে।

৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে এবারের ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে। আর ৫ জুন সাউদাম্পটনে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বিরাট কোহলিরা।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মে ২১, ২০১৯
এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
db 2019-05-21 11:52:04