bangla news

প্রকাশ করা হলো বিশ্বকাপের থিম সং

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-১৮ ১:১১:২৯ পিএম
রুডিমেন্টালের সাথে তরুণ সংগীত শিল্পী লরিন

রুডিমেন্টালের সাথে তরুণ সংগীত শিল্পী লরিন

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ক্রিকেট। ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপের আসর। এরই মধ্যে বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশ করেছে থিম সং। শুক্রবার (১৭ মে) ‘স্ট্যান্ড বাই’ শিরোনামের গানটি প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

যুক্তরাজ্যের জনপ্রিয় ব্যান্ডদল রুডিমেন্টালের সাথে গানটিতে কন্ঠ দিয়েছেন তরুণ সংগীত শিল্পী লরিন। ৩ মিনিট ২০ সেকেন্ডে মিউজিক ভিডিওটিতে বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দেশের ক্রিকেট প্রেমীদের ক্রিকেট প্রেম তুলে ধরা হয়েছে।

রুডিমেন্টালের লকস্মিথ গানটি সম্পর্কে বলেছেন, ‘এ গানের মূল বার্তা হলো একতা, সব ধরনের মানুষকে আমাদের সৃষ্ট সুরের মাধ্যমে একত্র করা।’

বিশ্বকাপ চলাকালীন প্রতিটি ভেন্যুতে গানটি বাজানো হবে ক্রিকেটার ও দর্শকদের অনুপ্রাণিত করার জন্য।

থিম সংটি এখানে দেখে নিন: 

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মে ১৮, ২০১৯
আরএআর/এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2019-05-18 13:11:29