ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

বিনোদন

মুক্তমঞ্চে ‘সিগায়েফের আত্মহত্যা’

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
মুক্তমঞ্চে ‘সিগায়েফের আত্মহত্যা’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘জাহাঙ্গীরনগর বাংলা থিয়েটার’এর প্রযোজনায় ‘সিগায়েফের আত্মহত্যা’ নাটকটি মঞ্চায়িত হবে।

রোববার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ নাটকটির মঞ্চায়ন হবে।

রুশ নাট্রকার আন্তন চেখভ্রের রচিত নাটকটিতে নির্দেশনা দিয়েছেন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী নিহাস শুভ।

বাংলা বিভাগের প্রচেষ্টায় ‘জাহাঙ্গীরনগর বাংলা থিয়েটার’এর প্রথম প্রযোজনা হিসেবে আন্তন চেখভ্রের ‘প্রতিশোধ’ নাটকটি ‘সিগায়েফের আত্মহত্যা’ নামে মঞ্চায়ন করবে।

এতে অভিনয় করবেন মঈন মুনতাসীর, নিহাস শুভ, নূরে আলম, কামরুন্নাহার মৌ, রাকিবুল ইসলাম পার্থ, দিদার মোহাম্মদসহ আরও অনেকে।

নাটকটির আলোক নির্দেশনা দিয়েছেন আকিব বাবু, পোশাক পরিকল্পনা করেছেন মঈন মুনতাসীর এবং সংগীত পরিকল্পনা করেছেন গাজী মহসীন করিম।

‘জাহাঙ্গীরনগর বাংলা থিয়েটার’র সমন্বয়ক মঈন মুনতাসীর বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ শিল্প সাধনার জন্য ১৫ আগস্ট ‘জাহাঙ্গীরনগর বাংলা থিয়েটার’ প্রতিষ্ঠা করে। বাংলা বিভাগের সকলের আন্তরিক প্রচেষ্টায় জাহাঙ্গীরনগর বাংলা থিয়েটার প্রথম প্রযোজনা হিসেবে রুশ নাট্যকার আন্তন চেখভ্রের ‘প্রতিশোধ’ নাটকটি ‘সিগায়েফের আত্মহত্যা’ নামে রোববার সন্ধ্যা ৬টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে মঞ্চায়ন করার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিনোদন এর সর্বশেষ