ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

মাঠে নামবেন সালাহ, পরিকল্পনা পাল্টাবে না উরুগুয়ে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
মাঠে নামবেন সালাহ, পরিকল্পনা পাল্টাবে না উরুগুয়ে মোহাম্মদ সালাহ। ছবি সংগৃহীত

ঢাকা: উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেই ২০১৮ সালের বিশ্বকাপ শুরু করতে চান মিশরের হাইভোল্টেড সুপার স্টার ইনজুরি আক্রান্ত মোহাম্মদ সালাহ। যদিও একদিন আগেও এ ম্যাচ নিয়ে নিশ্চিত ছিলেন না লিভারপুলের এই তারকা ফুটবলার।

তবে লিভারপুল তারকা মিশরের পক্ষে খেললেও তাতে উরুগুয়ের ম্যাচ প্লান বা খেলোয়াড়দের লাইনআপ পরিকল্পনায় কোনো পরিবর্তন আসছে না।

উরুগুয়ে ডিফেন্ডার ডিয়েগো গডিন বলেছেন, মিশরের সঙ্গে শুক্রবার বিশ্বকাপের ম্যাচে উরুগুয়ে দল কোনো একজন বিশেষ ব্যক্তিকে ঘিরে রণ কৌশল সাজাচ্ছে না।

ম্যাচ পরিকল্পনায় তাই মোহাম্মদ সালাহের বিষয়েও কোনো বিশেষ পরিকল্পনা নেই।

তিনি বলেন, আমরা বিশ্বকাপ খেলতে অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম এবং এটি কোনো একজন  খেলোয়াড়ের ওপর নির্ভর করে না। সালাহ একজন বড়, নিখুঁত খেলোয়াড়। আমরাও ম্যাচ জেতার জন্যই নিজেদের প্রস্তুত করেছি।

মিশরের সঙ্গে ম্যাচের পরে উরুগুয়ে গ্রুপ পর্বের এ রাউন্ডে সৌদি আরব এবং হোস্ট রাশিয়া সম্মুখীন হবে।

বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ