ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আরএমপি কমিশনারের দায়িত্ব নিলেন শফিকুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
আরএমপি কমিশনারের দায়িত্ব নিলেন শফিকুল ইসলাম

রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার হিসেবে যোগ দিয়েছেন শফিকুল ইসলাম। শনিবার (১৮ জুন) বিকেলে তিনি আরএমপি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

 

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার পদে কর্মরত ছিলেন শফিকুল ইসলাম। পদোন্নতি পেয়ে আরএমপির কমিশনার পদে নিযুক্ত হন তিনি।

গত ৬ জুন পুলিশ সদর দফতরের এক প্রজ্ঞাপনে আরএমপির কমিশনারসহ ডিআইজি পদ মর্যাদার চার কর্মকর্তার দফতর বদল হয়। আরএমপির সদ্য বিদায়ী কমিশনার মো. শামসুদ্দিন রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় আরএমপির নয়া কমিশনার বাংলানিউজকে বলেন, সার্বিকভাবে রাজশাহীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই কাজ করতে চান তিনি। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে তার যে দায়িত্ব, তিনি সেটিই ভালোভাবে করতে চান। এর বাইরে আলাদা কোনো লক্ষ্য নেই তার।

বাংলাদেশ সময়: ০৭১৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ