ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

আল্লাহ আমাদের সঙ্গে ছিলেন: মরগান

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
আল্লাহ আমাদের সঙ্গে ছিলেন: মরগান শিরোপা হাতে চার ইংলিশ ক্রিকেটার, চারজনই জন্মসূত্রে ভিন্ন ভিন্ন দেশের-ছবি: সংগৃহীত

অবিশ্বাস্য এক ফাইনাল দেখেছে ক্রিকেট বিশ্ব। সুপার ওভারে দুই দলেরই সমান রান হওয়া সত্ত্বেও শুধু বাউন্ডারির ব্যবধানের কারণে শিরোপা হাতছাড়া হয় নিউজিল্যান্ডের। আর প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরে ইংলিশরা। এই জয়ে ভাগ্যের পরশ ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানের উত্তর, আল্লাহ আমাদের সঙ্গে ছিলেন।

ইংল্যান্ডের ইতিহাসে প্রথম শিরোপা জয়ী দলটি বৈচিত্র্যময়। জোফরা আর্চার ওয়েস্ট ইন্ডিজের, আদিল রশিদ ও মঈন আলী পাকিস্তানি, ফাইনালের নায়ক বেন স্টোকস নিউজিল্যান্ড, টম কারেন দক্ষিণ আফ্রিকান আর অধিনায়ক মরগান নিজেই আইরিশ বংশোদ্ভুত।

এক যুগ আগে আয়ারল্যান্ড ছেড়ে ইংল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করা মরগানকে বিশ্বকাপের শিরোপা জয়ের উৎসব শেষে সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘এটাই কি তবে আইরিশম্যানের ভাগ্য?’

জবাবে মরগান বলেন, ‘আল্লাহ আমাদের সঙ্গে ছিলেন। ’

ইংলিশ অধিনায়কের জবাব শুনে প্রশ্নকর্তার মাথা চুলকানো দেখে মরগান তড়িৎ বিষয়টা খোলাসাও করেন, ‘ম্যাচ চলাকালীন আমি আদিল রশিদের সঙ্গে কথা বলছিলাম। সে বললো, আল্লাহ অবশ্যই আমাদের সঙ্গে আছেন। ’

তিনি আরও বলেন, ‘আমাদের দলটি বৈচিত্র্যময়। আমাদের সংস্কৃতি আলাদা। অনেকেই বেড়ে উঠেছে ভিন্ন দেশে। তবু আমরা মাঠে মাথা ঠাণ্ডা রেখে এক জোট হয়ে খেলেছি। ’

মরগানের ওই জবাব সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।

অনেকে মরগানের ওই মন্তব্যের প্রশংসা করছেন। ইংল্যান্ডের সাংবাদিক জেমস ট্রিসি টুইটারে লিখেছেন, ‘গতকালের (১৪ জুলাই) জয়টা এখন আরও ভালো লাগছে। ভালোবাসা রইলো। ’

এক ইংলিশ ভক্ত লিখেছেন, ‘এটার সৌন্দর্য হচ্ছে, এটাই সত্য। এটা আধুনিক, এক ঝাঁক ভিন্ন চেহারার মানুষের গ্রুপ, যারা নিজেদের প্রতিভা এবং বৈচিত্র্য নিয়ে গর্ব করে। এটাই ভবিষ্যত। ’

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ