ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ওয়ার্নারের, সাতে সাকিব

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ওয়ার্নারের, সাতে সাকিব ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ওয়ার্নারের, সাতে সাকিব

২০১৯ বিশ্বকাপের পর্দা নেমেছে। প্রথমবারের মতো শিরোপা জেতার স্বাদ নিয়েছে ইংল্যান্ড। তবে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের তালিকায় শীর্ষেই রয়ে গেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। একই তালিকার সাতে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

২০ জুন ট্রেন্ট ব্রিজে বাংলাদেশের বিপক্ষে ১৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ওয়ার্নার। বিশ্বকাপের আসর শেষ হলেও অজি ওপেনারের ওই ইনিংসই শীর্ষে।

৮ জুন বাংলাদেশের বিপক্ষেই কার্ডিফে ১৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে দ্বিতীয় স্থানে আছেন ইংলিশ ওপেনার জেসন রয়।

এছাড়া শীর্ষ দশে দু’বার করে স্থান করে নিয়েছেন ওয়ার্নার, রোহিত শর্মা ও সাকিব।

সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: 

অবস্থান খেলোয়াড় দল সর্বোচ্চ স্কোর প্রতিপক্ষ
ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া ১৬৬ বাংলাদেশ
জেসন রয় ইংল্যান্ড ১৫৩ বাংলাদেশ
অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়া ১৫৩ শ্রীলঙ্কা
ইয়ন মরগান ইংল্যান্ড ১৪৮ আফগানিস্তান
কেন উইলিয়মসন নিউজিল্যান্ড ১৪৮ উইন্ডিজ
রোহিত শর্মা ভারত ১৪০ পাকিস্তান
সাকিব আল হাসান বাংলাদেশ ১২৪* উইন্ডিজ
রোহিত শর্মা ভারত ১২২* দক্ষিণ আফ্রিকা
ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া ১২২ দক্ষিণ আফ্রিকা
১০ সাকিব আল হাসান বাংলাদেশ ১২১ ইংল্যান্ড

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ