ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

ফাইনালে ৩ উইকেট নিয়ে ‘বুড়ো’ প্ল্যাঙ্কেটের রেকর্ড

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
ফাইনালে ৩ উইকেট নিয়ে ‘বুড়ো’ প্ল্যাঙ্কেটের রেকর্ড লিয়াম প্লাঙ্কেট: ছবি-সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক বোলার হিসেবে ৩ উইকেট পেয়েছেন ইংলিশ গতি তারকা লিয়াম প্ল্যাঙ্কেট। রোববার (১৪ জুলাই), লর্ডসের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।

প্ল্যাঙ্কেটের আগে এই রেকর্ডের মালিক ছিলেন তারই স্বদেশী ইংলিশ বোলার ডেরেক প্রিঙ্গেল। ১৯৯২ বিশ্বকাপে প্রিঙ্গেল পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ২২ রানে ৩ উইকেট নেন।

তখন তার বয়স ছিল ৩৩ বছর। প্লাঙ্কেট রেকর্ডটি গড়েছেন ৩৪ বছর বয়সে। সময়ের হিসেবে দু’জনের ব্যবধান ৯৯ দিনের।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২ রানে ৩ উইকেট নিয়েছেন প্ল্যাঙ্কেট। ২০১৯ বিশ্বকাপে ইংলিশ বোলারদের মধ্যে সেরা বোলিং তালিকায় এখন পযর্ন্ত তৃতীয় স্থানে আছেন তিনি। প্ল্যাঙ্কেটের বলে সাজঘরে ফিরেছেন তিন কিউই ব্যাটসম্যান হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন ও জেমস নিশাম।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯ 
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ