ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ডে উইলিয়ামসন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ডে উইলিয়ামসন কেন উইলিয়ামসন: ছবি-সংগৃহীত

অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ইতিহাসের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন কেন উইলিয়ামসন। এই রেকর্ড গড়ার পথে নিউজিল্যান্ড অধিনায়ক পেছনে ফেলেছেন সাবেক শ্রীলঙ্কান অধিনাযক মাহেলা জয়াবর্ধনেকে।

লন্ডনের লর্ডসে রোববার (১৪ জুলাই) ২০১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই ম্যাচের আগে জয়াবর্ধনের রেকর্ড ভাঙতে এক রান দূরে ছিলেন উইলিয়ামসন।

ভারতের বিপক্ষে সেমিফাইনালে ৬৭ রান করে লঙ্কান কিংবদিন্তকে ছুঁয়ে ফেলেছিলেন তিনি।  

ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসের ১০.১ ওভারে ক্রিস ওকসের বলে এক রান নিয়ে জয়াবর্ধনের রেকর্ডটি কেড়ে নেন উইলিয়ামসন। ২০০৭ বিশ্বকাপে ১১ ইনিংসে ৫৪৮ রান করেছিলেন জয়াবর্ধনে। রেকর্ডটি গড়তে উইলিয়ামসনের লেগেছে ১০ ইনিংস।  

২০১৯ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহদের তালিকায় এখন পযর্ন্ত চতুর্থ স্থানে আছেন উইলিয়ামসন। দুই ফিফটি ও দুই সেঞ্চুরিতে ৫৭৮ রান নিয়ে আসর শেষ করছেন তিনি। ফাইনালে ৩০ রান করে তিনি আউট হোন লিয়াম প্লাঙ্কেটের বলে।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ