ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

ম্যাচ জিতিয়েও জরিমানায় জেসন রয়

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
ম্যাচ জিতিয়েও জরিমানায় জেসন রয় জেসন রয়। ছবি: সংগৃহীত

মূলত তার ব্যাটে ভর করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ২৭ বছর পর ফাইনালে উঠেছে স্বাগতিকরা। আর এমন ম্যাচেই জরিমানায় পড়তে হয়েছে ইংলিশ ওপেনার জেসন রয়কে।

৮ উইকেটের জয়ের ম্যাচে ৮৫ রান করেন রয়। তবে বিতর্কিত আউটের কারণে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে জরিমানায় পড়তে হয় এই ওপেনারকে।

পাশাপাশি ডিমেরিট পয়েন্টও পেতে হচ্ছে তাকে।

বৃহস্পতিবার (১১ জুলাই) এজবাস্টনে ২২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় ইংল্যান্ড। বেয়ারস্টো ৩৪ রান করে বিদায় নিলে দলীয় ১২৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি। আর দলীয় ১৪৭ রানে সাজঘরে ফেরেন রয়।

প্যাট কামিন্সের বলে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে তালুবন্দী হয়ে বিদায় নেন রয়। সেঞ্চুরির কাছাকাছি থেকে আম্পায়ার কুমার ধর্মসেনার এমন ভুল সিদ্ধান্ত মানতে পারেননি। তার মতে, বল ব্যাটেই লাগেনি। তাই ক্ষোভ প্রকাশ করেন, আম্পায়ারের সঙ্গেও উত্তপ্ত বাক্য বিনিময় করেন।

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের এমন আচরণ আইসিসির দৃষ্টিতে নীতি বহির্ভূত। আর তাই পেতে হচ্ছে শাস্তি। শাস্তি হিসেবে এই ক্রিকেটারের ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসাথে তার নামের পাশে যুক্ত হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।  

ম্যাচ রেফারির এই শাস্তি মেনে নেওয়ায় শুনানিতে যেতে হয়নি রয়কে।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ