ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

চার বছরের নাটকীয় উন্নতিতে ফাইনালে ইংল্যান্ড: মরগান

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
চার বছরের নাটকীয় উন্নতিতে ফাইনালে ইংল্যান্ড: মরগান জয়ের পর হাসিমুখে জো রুটের সঙ্গে মাঠ ছাড়ছেন মরগান। ছবি:সংগৃহীত

মনে পড়ে ২০১৫’র বিশ্বকাপ, যেবার মূলত বাংলাদেশের কাছে হেরেই আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। তবে সেখান থেকে শিক্ষা নিয়ে ব্যাপক উন্নতি করেছে দলটি। যার ফলে চার বছর পর ঘরের মাঠের বিশ্বকাপে ফাইনালে জায়গা করে নিয়েছে ইয়ন মরগানবাহিনী।

বৃহস্পতিবার (১১ জুলাই) এজবাস্টনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয় ইংল্যান্ড। যেখানে ১৪ জুলাই ঐতিহাসিক লর্ডসে নিউজিল্যান্ডের মোকাবিলা করবে স্বাগতিকরা।

জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক মরগান বলেন, ‘এটা দারুণ একটি সুযোগ (রোববার লর্ডসে), সেটা খুবই বড় কিছু। ২০১৫’র বিশ্বকাপে আমরা কোথায় ছিলাম, এটা নাটকীয় উন্নতি। ড্রেসিংরুমের সবাই এই আনন্দের ভাগিদার। আমরা সুযোগ কাজে লাগাতে চাই। ’

মরগান এর আগে সমর্থক, দারুণ বল করা ক্রিস ওকস, জোফরা আর্চার ও বিধ্বংসী ব্যাটিং করা জেসন রয়েরও প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ