ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

জানতাম আমরা ফাইনালের যোগ্য দল: টেইলর

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
জানতাম আমরা ফাইনালের যোগ্য দল: টেইলর ছবি:সংগৃহীত

ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে ফেভারিট দল হিসেবে এসেছিল ভারত। তবে ফেভারিটদের সেমিফাইনাল থেকে ছিটকে দিল নিউজিল্যান্ড। আর নিউজিল্যান্ডের এই জয় তাদের প্রাপ্য ছিল বলেই মনে করেন নিউজিল্যান্ডের ক্রিকেটার রস টেইলর।

টেইলরের মতে, 'আমরা যে এটা পাবার যোগ্য ছিলাম, আমরা শুধু তাই প্রমাণ করতে চেয়েছিলাম। ’ রান অল্প করার ব্যাপারে তিনি বলেন, 'উইকেটে খেলার পর আমরা মোটামুটি ২৪০ এর মতো একটি স্কোরের লক্ষ নিয়েছিলাম এবং আমরা তা করতে পেরেছি।

কেননা আমরা জানতাম ছোট হলেও এটি ভীষণ প্রতিযোগিতামূলক। '

ফাইনাল নিশ্চিত হবার পর তিনি দেশীয় এক গণমাধ্যমে বলেন, ‘২৪০ টার্গেটে আমরা জানতাম এটা একটা ছোট স্কোর। সেজন্য আমরা চেয়েছিলাম বোলাররা প্রথম দিকেই কিছু উইকেট নিতে পারলে সুবিধা হতো এবং দুই উদ্বোধনী বোলাররা সেটি করলো। তারা খেলার মোড়টা এমন ভাবে ঘুরিয়ে দিল যে, ২৪০ তখন একটি দীর্ঘ পথ ভারতের জন্য। আমরা সবাই নিজেদেরকে বলছিলাম, আমরা যা চেয়েছিলাম, তা হতে যাচ্ছে। তবে এটা কাউকে ভুল প্রমাণ করতে নয়, শুধু নিজেদের প্রমাণ করতে চেয়েছিলাম আমরা। ’

রিজার্ভ ডে’তে গড়ানো ম্যাচ নিয়ে টেইলর বলেন, ‘সেদিন রাতে আমি ৩টার দিকে জেগে উঠি। তখনও আমি ভাবছিলাম, শেষ ২৩ বল আমি কিভাবে খেলবো! আমরা কি ২৫০ এর একটি স্কোর দাড় করাতে পারবো! এরপর আমি আমার স্ত্রীকে এসএমএস করলাম, আমি এখনো জেগে আছি। সে অনেকগুলো রিপ্লে দিল। বাসা থেকেও প্রচুর মেসেজ আসছিল তখন। তাই ফোনটা বন্ধ করে আমি আবার ঘুমিয়ে পড়ি । ’

ধোনির স্টাম্পে থ্রো হিট করার বিষয়ে টেইলর বলেন, ‘ক্রিকেটের ক্ষুদ্র মার্জিনে আমরা যখন ঢুকে এলাম তখন অনেকেই মজা করছিল যে, গুপ (গাপিটিল) সবসময় স্টাম্প মিস করে। যখন রান আউট হয় তখন সে সবসময়ই স্ট্যাম্প মিস করে। কিন্তু যারা বছরের পর বছর ধরে মিস করে, তারা সেই সময়টাতে একটি ভালো হিট করে যখন তাদের ভয়ের কিছু থাকে না! কোনো হতাশার কথা না ভেবে শুধু 'করতে হবে' ভেবে হিটটা করে, এবং সেটা সফল হয়। আর আমরা সবাই মিলে সেই খুশিটা উদযাপন করি। ’ 

১৪ জুলাই ঐতিহাসিক লর্ডসে ফাইনালে খেলবে নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এইচএমএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ