ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

বিরাটের আগ্রাসী নেতৃত্বের প্রশংসায় শচীন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
বিরাটের আগ্রাসী নেতৃত্বের প্রশংসায় শচীন ছবি:সংগৃহীত

প্রথম দশ ওভারে নিউজিল্যান্ডের নূন্যতম রানের জন্য বিরাট কোহলির আগ্রাসী অধিনায়কত্ব খুব কাজে দিয়েছে। এমনটাই মত মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের। শুধু তাই নয়, ম্যাচে বিরাট কোহালির আগ্রাসী নেতৃত্বের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে শচীন বলেন, ‘প্রথম দশ ওভারে নিউজিল্যান্ডকে এতো কম রানে আটকে রাখার পেছনে বিরাটের আগ্রাসী অধিনায়কত্ব খুব কাজে দিয়েছে। ক্রিকেট খেলাটা অনেকটাই মানসিক।

যখনই ব্যাটসম্যান প্রতিপক্ষকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে বেশি ভাবতে শুরু করে, তখনই সমস্যা হয়ে যায়। নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের দেখে মনে হচ্ছিল, ওরা বিপক্ষের চেয়ে নিজের সমস্যার কথা বেশি ভাবছে। ’

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে মাত্র ২৭ রান তোলে নিউজিল্যান্ড। বৃষ্টিতে ম্যাচ বন্ধ থাকার সময় নিউজিল্যান্ডের স্কোর ছিল ৪৬.১ ওভারে ২১১-৫। টিভি-তে ভারতীয় বোলিং, ফিল্ডিং নিয়ে তখন এসব কথা বলছিলেন শচীন।

জসপ্রিত বুমরাহর বলে দ্বিতীয় স্লিপে কোহালির হাতে ক্যাচ দিয়ে আউট হন মার্টিন গাপটিল। এ নিয়ে শচীন বলেন, ‘ভাল করে দেখবেন, বিরাট দ্বিতীয় স্লিপে ঠিক কোথায় দাঁড়িয়েছিল। ধোনি আর প্রথম স্লিপের চেয়ে ও অনেকটা এগিয়ে দাঁড়িয়েছিল। যে কারণে বলটা অত দ্রুত বিরাটের হাতে চলে আসে। ’

তিনি বলেন, ‘বিরাট কোনো ভাবেই চায়নি ব্যাটসম্যান বলে খোঁচা দিলে সেটা সামনে পড়ে যাক। তাই ও এগিয়ে দাঁড়িয়েছিল। উইকেট তোলার জন্য এতটাই আগ্রাসী ছিল বিরাট। ফিল্ড প্লেসিং এবং বোলিং পরিবর্তনের ক্ষেত্রেও এই আগ্রাসনটা দেখা গিয়েছে বিরাটের মধ্যে। ও সব সময় উইকেট তোলার চেষ্টায় ছিল। ’

এ সময় ভারতের দুই পেসার বুমরাহ আর ভুবনেশ্বর কুমারের প্রশংসা করে শচীন বলেন, ‘প্রথম দিকে উইকেট থেকে যতটা বাউন্স পাওয়া গিয়েছে, সেটা কাজে লাগিয়েছে ওরা। খুব বুদ্ধি করে বল করেছে বোলাররা। ’

আজ (১০ জুলাই) রিজার্ভ ডে-তে ফের মাঠে নামবে দু’দল।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
এইচএমএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ