ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

একশো উইকেটের রেকর্ডে ‘দ্বিতীয়’ বুমরাহ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
একশো উইকেটের রেকর্ডে ‘দ্বিতীয়’ বুমরাহ জসপ্রিত বুমরাহ। ছবি-সংগৃহীত

ভারতীয় দলের তারকা পেসার জসপ্রিত বুমরাহর মুকুটে যোগ হলো আরও একটি পালক। দ্বিতীয় ভারতীয় হিসেবে একদিনের ক্রিকেটে দ্রুততম একশো উইকেট নেওয়ার এ পালকটি তিনি নিজের মুকুটে লাগিয়ে নেন শ্রীঙ্কার বিপক্ষে ম্যাচে।

হেডিংলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নেকে আউট করে তিনি দ্বিতীয় ভারতীয় হিসাবে একদিনের ক্রিকেটে দ্রুততম একশো উইকেট নেওয়ার কীর্তি গড়েন। ২৫ বছর বয়সী ভারতীয় পেসার বুমরাহর এই নজির গড়তে খেলতে হয়েছে ৫৭টি ইনিংস।

এর আগে একটি কম ইনিংসে খেলে এই কীর্তি স্পর্শ করেছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। এই তালিকায় শীর্ষে আছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। তিনি মাত্র ৪৪টি ইনিংসে ১০০টি উইকেট পেয়েছিলেন।

এছাড়া এবারের বিশ্বকাপ আসরে ৮ ম্যাচ খেলে বুমরাহ ইতোমধ্যেই তুলে নিয়েছে ১৬টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ

welcome-ad