ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

আমরা ভালো মানের ক্রিকেট খেলেছি: ইশতিয়াক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
আমরা ভালো মানের ক্রিকেট খেলেছি: ইশতিয়াক বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ক্রিকেটে ভালো সূচনা পাওয়ার পরও তা আর শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ফলে সেমিফেইনালে খেলার স্বপ্ন থাকলেও তা অধরাই থেকে যায় মাশরাফি বাহিনীর। তবে পুরো বিশ্বকাপ জুড়েই দারুণ ক্রিকেট খেলে বেশ প্রসংশা পেয়েছে বাংলাদেশ।

লড়াই করার মানসিকতাই বাংলাদেশের এবারের বিশ্বকাপ আসরে বড় প্রাপ্তি। বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ মনে করেন এবার টাইগাররা ভাল মানের ক্রিকেট উপহার দিয়েছে।

বাংলানিউজকে তিনি বলেন, ‘ফলাফলের দিক দিয়ে গত বিশ্বকাপের তুলনায় কোন পার্থক্য নেই। তবে মানের দিক দিয়ে অনেক ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ। আমাদের ব্যাটিংটা অনেক পরিপক্ক হয়েছে। বেশ কয়েকটা ম্যাচে তিনশ’র বেশি রান করেছি। ’

তবে বাংলাদেশ অনেক ম্যাচে খুব কাছে গিয়ে হেরেছে। এই দিক দিয়ে অনেকটাই হতাশা প্রকাশ করেন ইশতিয়াক। তার ভাষ্য মতে, ‘আমরা এখনও চাপে থেকে ম্যাচ বের করতে শিখিনি। খুব কাছে গিয়েও হেরেছি। নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা আমাদের জেতা উচিৎ ছিলো। ভারতের বিপক্ষে খুব কাছে গিয়েও ম্যাচ হেরেছি। এই দিকগুলো নিয়ে উন্নতির জায়গা রয়েছে। ’

বাংলাদেশ দলের পেস বোলিং নিয়ে চিন্তিত তিনি। এই বিভাগেই বাংলাদেশ পিছিয়ে আছে। ইশতিয়াক বলেন, ‘আমাদের জেনুইন ফাস্ট বোলার দরকার। পেস বোলিংয়ে আমরা খুব দুর্বল। দ্রুত ব্রেক-থ্রু এনে দিতে পারে এমন বোলার প্রয়োজন। মাশরাফি এই কাজটা করতো। এবার সে কাজটুকু করতে পারেনি বলেই ভুগতে হয়েছে। তারপরও যতটুকু ছিলো সেটাই নিয়েই ভালো চেষ্টা করেছে। ’

তরুণদের খেলা নিয়ে আশাবাদ প্রকাশ করে ইশতিয়াক বলেন, ‘তরুন যারা আছে তারা ভালো করেছে। লিটন খুই ট্যালেন্টেড প্লেয়ার। সাইফউদ্দিনও ব্যাটিং-বোলিং ভালো করেছে। এদের এধরনের কন্ডিশনে বেশি বেশি খেলার সুযোগ করে দিতে হবে। তাহলে বাংলাদেশ ভবিষ্যতে আরও ভালো করবে। ’

বিশ্বকাপ ক্রিকেটে এবারের আসরে প্রাপ্তির চেয়ে আক্ষেপটাই বেশি বাংলাদেশর। আরও একটু যদি ভালো করা যেত সেমিফাইনাল খেললেও খেলা যেত। তবে সব কিছু পেছনে ফেলে অাবার নতুন করে শুরুর প্রত্যয়ে রোববার (০৭ জুলাই) দেশে ফিরবে মাশরাফিরা।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
আরএআর/এমকেএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ