ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

রেকর্ডের কথা চিন্তা করে খেলেন না সাকিব

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
রেকর্ডের কথা চিন্তা করে খেলেন না সাকিব ছবি:সংগৃহীত

প্রতিটা ব্যাটসম্যানের একটা ভালো সময় পার হয়, যেই সময়টা সে সবসময় মনে রাখেন। বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান তার সেরা সময়টা পার করেছেন সেরা মঞ্চেই। এবারের বিশ্বকাপে সাকিব ছিলেন সবার চেয়ে আলাদা।

পুরো বিশ্বকাপে ৬০৬ রান করেছেন। বল হাতে নিয়েছেন ১১টি উইকেট।

নিজের নামের পাশে যোগ করেছেন নতুন নতুন রেকর্ড। বিশ্বকাপে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছয়শ’র বেশি রান করেছেন। অস্ট্রেলিয়া ছাড়া সব দলে বিপক্ষে খেলেছেন পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস।

তবে রেকর্ড নিয়ে সাকিব এতোটা ভাবেন না। শনিবার (জুলাই ০৬) ইংল্যান্ডে হোটেল ছাড়ার আগে গণমাধ্যমের সাথে কখা বলেন সাকিব। তিনি বলেন, ‘রেকর্ড নিয়ে আমি মোটেও চিন্তা করি না। আমাদের সামনে সেমিফাইনালে খেলার যথেষ্ট সুযোগ ছিল। তবে আমি সেসব নিয়ে কখনোই চিন্তা করি না। রেকর্ড-টেকর্ড নিয়ে খেলার মতো মানুষ আমি নই। ’

বিশ্বকাপে দুটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি করেছেন সাকিব। তবে নিজের সেরা ইনিংস প্রসঙ্গে সাকিব বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে রান করাটা সবচেয়ে বেশি কষ্টকর ছিল। ওদের ভাল মানের কোয়ালিটি স্পিনার ছিল এবং ওই ধরনের উইকেটে ব্যাট করাটা কঠিন ছিল। খুব পছন্দের ইনিংসের কথা বলতে বললে আমি বলবো ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসটির কথা। সবগুলোই ভালো লাগার তবে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসটি বেশি পছন্দের। ’

শেষ দিকে এসে টানা ম্যাচ খেলার জন্য একঘেয়েমিতা চেপে ধরেছিল সাকিবকে। এই প্রসঙ্গে সাকিব বলেন, ‘শেষের দুটি ম্যাচে নিজের কাছে মানসিকভাবে ক্লান্ত মনে হয়েছিল। ফিটনেসটা ভালো ছিল তাই খেলতে পেরেছি। মাঝখানে ফিটনেস নিয়ে দু-একটি দিন কাজ করলে ভালো হতো কিন্তু তাতে করে ক্লান্ত হয়ে যাওয়ার সুযোগ থাকতো। দুইটিকে ব্যালান্স করাটাও কঠিন ছিল। সেদিক দিয়ে চিন্তা করলে শেষ দুটি ম্যাচ আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। ’

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ