ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

কথা দিচ্ছি জয়ের জন্য চেষ্টা অব্যাহত থাকবে: সাকিব

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
কথা দিচ্ছি জয়ের জন্য চেষ্টা অব্যাহত থাকবে: সাকিব সাকিবের ফেসবুক থেকে নেওয়া ছবি

২০১৯ বিশ্বকাপ সাকিবকে দু’হাত ভরে দিয়েছে। এক ঝাঁক রেকর্ড তিনি গড়েছেন। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে ৬০০ রান করার মাইলফলক গড়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ২০১৯ বিশ্বকাপে সাকিব ৫ ফিফটির পাশাপাশি করেছেন ২ সেঞ্চুরি।

সবমিলিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সাকিব এখন দশম স্থানে সাকিব। ২৯ ম্যাচে তার রান ১১৪৩।

শীর্ষে থাকা শচীনের রান ২২৭৮ (৪৫ ম্যাচে)।

সাকিবের এমন আরও রেকর্ডের পরও অবশ্য বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারেনি। তবে ভবিষ্যতে দল যে আরও ভালো খেলে চেষ্টা অব্যাহত রাখবে তা জানিয়ে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব তার ভ্যারিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে দীর্ঘ এক স্ট্যাটাস লিখেন। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।

জয়, পরাজয় কিংবা লড়াই- সব কিছুই আমরা কাঁধে কাঁধ মিলিয়েই করি। দল যখন ভালো করেনা ব্যক্তিগত অর্জনের মূল্য তখন কমে যায় অনেকটাই। বিশ্বকাপ জুড়ে দলের জন্য নিজের সর্বোচ্চটা দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। ভালোবাসা ও দারুণ সমর্থন দিয়ে যারাই আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোটি হৃদয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে না পারায় স্বভাবতই হতাশ আমরা।  

তবে, মনে রাখবেন আপনাদের স্বপ্নটাই আমাদের স্বপ্ন, আমরা নিজেদের সেরাটা দিয়ে জাতিকে গর্বের উপলক্ষ এনে দেয়ার চেষ্টা করেছি। কথা দিচ্ছি, জয়ের জন্য ভবিষ্যতেও আমাদের চেষ্টা থাকবে অব্যাহত। আশা করছি দারুণ পারফর্ম্যান্সে স্বপ্ন সত্যি করে সেদিন ঠিকই লক্ষ্যে পৌঁছাতে পারবো আমরা।
এমন দারুণ একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য আইসিসির সঙ্গে ধন্যবাদ দিতে চাই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকেও। একবারও আমাদের মনে হয়নি আমরা বিদেশে রয়েছি।

সুসময় কিংবা দুঃসময়ে যেসকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের পাশে পাই আমরা, তাদেরকে আরও একবার ধন্যবাদ দিয়ে শেষ করছি।

সবাই ভালো থাকবেন, সবার জন্য ভালোবাসা- সাকিব

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ