ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

ইংলিশদের ব্যাটে রানবন্যা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জুলাই ৩, ২০১৯
ইংলিশদের ব্যাটে রানবন্যা ব্যাট হাতে ঝড় তুলেছেন বেয়ারস্টো

জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ে ব্যাট হাতে ঝড় তুলছেন ইংলিশ ব্যাটসম্যানরা। ১২৩ রানের ওপেনিং জুটির পর জেসর রয় বিদায় নিলেও থেমে নেই ঝড়। জনি বেয়ারস্টো ও জো রুটের ব্যাটে রানের পাহাড় গড়তে চলেছে ইংল্যান্ড।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৭৩ রান। ৮২ বলে ৮৩ রান নিয়ে অপরাজিত আছেন বেয়ারস্টো।

রুট অপরাজিত আছেন ২০ রানে।

বুধবার (৩ জুলাই) চেস্টার-লি-স্ট্রিটে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হওয়া ম্যাচে কিউইদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।

ব্যাটিংয়ে নেমেই স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুই ইংলিশ ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। দুর্দান্ত ফিফটি তুলে নেন রয়। কিউই পেসার জিমি নিশামের বলে মিচলে স্যান্টনারের হাতে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৬১ বলে ৬১ রান। বেয়ারস্টোও অন্যদিকে ফিফটি তুলে নিয়ে এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে। তাকে সঙ্গ দিচ্ছেন রুট।

আট ম্যাচ খেলে নিউজিল্যান্ডের সংগ্রহ ১১ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ খেলে ইংল্যান্ড সংগ্রহ করেছে ১০ পয়েন্ট। তাই এ ম্যাচে যে দলই জিতবে, শেষ চার নিশ্চিত হবে তাদেরই।

নিউজিল্যান্ড একাদশ: 
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, হেনরি নিকোলস, রস টেলর, কলিন ডি গ্রান্ডহোম, মার্টিন গাপটিল, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি।

ইংল্যান্ড একাদশ:
ইয়ন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জস বাটলার, জোফরা আর্চার, লিয়াম প্ল্যাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ